WBP কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর পার্ট- ২, এখান থেকে আসতে পারে প্রশ্ন

আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল প্রিলিমিনারি পরীক্ষা। গোটা রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো "পশ্চিমবঙ্গ পুলিশ…

Published By: ExamBangla.com | Published On:

আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল প্রিলিমিনারি পরীক্ষা। গোটা রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর” পার্ট- ২।

কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর

১) পশ্চিমবঙ্গ থেকে কে “২০২০ পদ্মভূষণ” পুরস্কার -এ ভূষিত হলেন? Ans- অজয় চক্রবর্তী (Art).
২) বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? Ans- ৩ মার্চ।
৩) আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়? Ans- ৩০ এপ্রিল।
৪) সম্প্রতি “প্রচেষ্টা প্রকল্প” কোন রাজ্যে চালু হলো? Ans- পশ্চিমবঙ্গ।
৫) সম্প্রতি ‘স্নেহের পরশ’ প্রকল্প কোন রাজ্যে চালু হলো? Ans- পশ্চিমবঙ্গ।
৬) সম্প্রতি কোন নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিদ প্রয়াত হলেন, যিনি Magnetism and Superconductivity নিয়ে আলোকপাত করেছেন? Ans- ফিলিপ অ্যান্ডারসন।
৭) ২০২০ সাল সত্যজিৎ রায়ের কত তম জন্ম বার্ষিকী? Ans- ১০০ তম।
৮) সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের কোন রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম তৈরি হতে চলেছে? Ans- কর্নাটকের হুব্বাল্লি রেলওয়ে স্টেশন।
৯) 2021 সালে 13 তম BRICS সামিট কোন দেশ হোস্ট করবে? উঃ ভারত।
১০) অলিম্পিকের কালো বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে? উঃ আফ্রিকা।
১১) সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উঃ সাহিত্য (1991 সাল)।
১২) দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উঃ চলচ্চিত্র (1969 সাল)।

১৩) মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? উঃ সিন্ধু নদের তীরে।
১৪) লোথাল বর্তমান কোন রাজ্যে অবস্থিত? উঃ গুজরাট।
১৫) নিষ্ক কি? উঃ বৈদিক যুগে ব্যবহৃত স্বর্ণমুদ্রার নাম।
১৬) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উঃ রাজগৃহ।
১৭) আলেকজান্ডার কত খ্রীষ্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? উঃ 334 খ্রীষ্টপূর্বাব্দে।
১৮) বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? উঃ মহাপরিনির্বাণ।
১৯) ‘মালবিকাগ্নিমিত্রম’ কার রচনা? উঃ কালিদাসের।
২০) গুপ্তাব্দ কে চালু করেন? উঃ প্রথম চন্দ্রগুপ্ত
২১) চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
২২) বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম লেখ। উঃ ‘দানসাগর’ ও ‘অদ্ভুত সাগর’।
২৩) রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উঃ দন্তিদুর্গ।
২৪) ইলতুৎমিস কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? উঃ 1211 খ্রিস্টাব্দে।
২৫) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উঃ 1556 খ্রিস্টাব্দে 5 ই নভেম্বর।
২৬) ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? উঃ 1770 খ্রিস্টাব্দে (বাংলার 1176 বঙ্গাব্দ)
২৭) ভারতবর্ষে প্রথম পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উঃ লর্ড কর্নওয়ালিশ।
২৮) ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? উঃ 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
২৯) লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? উঃ বালগঙ্গাধর তিলক।
৩০) কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? উঃ 1911 খ্রিস্টাব্দে।

৩১) রাজবিহারী বসু কি ছদ্মনামে জাপানে যান? উঃ পি. এন. ঠাকুর।
৩২) ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? উঃ ভিকাজি রুস্তম কামা।
৩৩) সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উঃ খান আবদুল গফফর খানকে।
৩৪) নৌ বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? উঃ বোম্বেতে ‘ তলোয়ার ‘ নামক জাহাজে।
৩৫) পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উঃ ভারত ও শ্রীলঙ্কা।
৩৬) তিরুপতি বালাজি মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? উঃ অন্ধ্রপ্রদেশ।
৩৭) SAARC এর প্রথম অধিবেশন কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উঃ 1985 সালে, বাংলাদেশের ঢাকাতে।
৩৮) ‘ভারতের মুক্তার শহর’ কাকে বলা হয়? উঃ হায়দ্রাবাদ।
৩৯) কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? উঃ মুম্বাই।
৪০) ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উঃ M.S. Swaminathan
৪১) পৃথিবীর বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? উঃ তাইওয়ানের তাইচুং।
৪২) আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? উঃ ব্ল্যাকফুট।
৪৩) দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উঃ আনাইমুদি।


৪৪) প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোথায় রয়েছে? উঃ ডিগবয়।
৪৫) ভারতে বন সংরক্ষণ আইন কবে পাস হয়? উঃ 1980
৪৬) কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? উঃ বুধ।
৪৭) NASA- এর পুরো নাম কি? উঃ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
৪৮) শ্রী হরিকোটা স্পেস সেন্টার -এর নতুন নাম কি? উঃ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার।
৪৯) বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? উঃ মিথেন।
৫০) CNG এর পুরো নাম কি? উঃ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস।
৫১) বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? উঃ এক্সোস্ফিয়ার।
৫২) একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও? উঃ কার্বন ডাই অক্সাইড।
৫৩) বায়ুমন্ডলে কত শতাংশ কার্বন ডাই-অক্সাইড উপস্থিত? উঃ 0.03%

কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর পার্ট- ১

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career