চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBP কনস্টেবল পরীক্ষার ফ্রী কোচিং দিচ্ছে রাজ্য সরকার, দেখে নিন আবেদন পদ্ধতি

রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিপূর্বেই। উল্লেখিত দু’টি নিয়োগ পরিচালনা করবে রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর এবার পরীক্ষার তারিখের অপেক্ষায় আছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। এরই মধ্যে পুলিশ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের প্রাক-নিয়োগ প্রশিক্ষণের ব্যবস্থা করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

WBP কনস্টেবল প্রাক-নিয়োগ প্রশিক্ষণ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুলিশ নিয়োগ দপ্তরের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম সংস্থার পক্ষ থেকে কনস্টেবল পরীক্ষার ফ্রী কোচিং অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ এই সংস্থা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রশিক্ষণ অর্থাৎ কোচিং -এর ব্যবস্থা করবে। যোগ্যতার নিরিখে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার জন্য বিভিন্ন প্রকার কোচিং দেওয়া হবে এই ব্যবস্থার মাধ্যমে। এই কোচিংয়ে অর্থাৎ প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য চলতি বছরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারী প্রার্থীরা প্রাধান্য পাবেন।

কনস্টেবল পরীক্ষার ফ্রী কোচিং

কনস্টেবল পরীক্ষার ফ্রী কোচিং

আবেদন যোগ্যতা

সংশ্লিষ্ট এই প্রশিক্ষণে আবেদন জানানোর জন্য আবেদনকারী কে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা হিসাবে কনস্টেবল পদে আবেদন করার যোগ্যতাকেই প্রাধান্য দেয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা হিসাবে গোর্খা এবং গাড়োয়ালি শ্রেণীর পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫২ সেন্টিমিটার।
এই দুই বিশেষ শ্রেণী ছাড়া অন্যান্য শ্রেণীভুক্ত আবেদনকারী পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার।
উল্লেখ্য এই প্রশিক্ষণে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীদের সংখ্যালঘু শ্রেণীভুক্ত হতে হবে। অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সী এবং শিখ জাতিভুক্ত প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে হবে। রাজ্য সরকারের www.wbmdfc.org ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন নথিভুক্ত করা যাবে। অফিসিয়াল নোটিফিকেশনে থাকা QR কোড স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন প্রার্থীরা। ওয়েবসাইটে ভিজিট করার পর Traing and Coaching (Pre Recruitment Coaching For Recruitment In Police Constable) মেনুর Click Here অপশনে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। অনলাইন আবেদন পত্রে নিজের নাম, ঠিকানা, বয়স, ব্লাড গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর পেজের নিচে থাকা SUBMIT বটনে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ তারিখ

সংশ্লিষ্ট প্রশিক্ষণের প্রক্রিয়ার জন্য আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই আবেদন চলবে আগামী ৪ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদন করার সময় যে কোনো অসুবিধার সম্মুখীন হলে অথবা অন্যান্য যে কোনো তথ্য জানার জন্য ১৮০০-১২০-২১৩০ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন চাকরিপ্রার্থীরা।

কনস্টেবল পরীক্ষার ফ্রী কোচিং

Official Notification: Download Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ