WBP Constable Important Questions: কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর

আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল প্রিলিমিনারি পরীক্ষা। গোটা রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো "পশ্চিমবঙ্গ পুলিশ…

Published By: ExamBangla.com | Published On:

আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল প্রিলিমিনারি পরীক্ষা। গোটা রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট ৫০ টি প্রশ্ন- উত্তর আলোচনা করা হয়েছে আজকের এই পোস্টে। আমরা আশাবাদী এইসব গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে প্রশ্ন কমন আসতে পারে। একনজরে দেখে নিন গুরুত্ত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন।

কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর

১) গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ শ্রীগুপ্ত।
২) কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? উঃ 323 খ্রীষ্টপূর্বাব্দে।
৩) জৈনদের 24 তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? উঃ মহাবীর।
৪) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? উঃ হরিষেণ।
৫) চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
৬) ভারতে ইক্তা প্রথার প্রবর্তন কে করেন? উঃ ইলতুৎমিস।
৭) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? উঃ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার।
৮) ভারতের তোতাপাখি কাকে বলা হয়? উঃ আমির খসরুকে।
৯) তানসেনের আসল নাম কি? উঃ রামতনু পান্ডে।
১০) শেষ মোগল সম্রাট কে ছিলেন? উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।

১১) দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উঃ লর্ড ক্লাইভ।
১২) কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? উঃ 1817 খ্রিস্টাব্দে।
১৩) একশালা বন্দোবস্ত চালু করেন কে? উঃ 1777 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।
১৪) কত সালে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? উঃ 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ।
১৫) নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? উঃ 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি।
১৬) SAARC -এর নবীনতম সদস্য দেশ কোনটি? উঃ আফগানিস্থান।
১৭) দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়? উঃ কোয়েম্বাটুর।
১৮) কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি? উঃ কৃষ্ণ মৃত্তিকা।
১৯) চিপকো আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল? উঃ 1973
২০) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? উঃ মালদ্বীপ।
২১) PSLV পুরো নাম কি? উঃ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস।
২২) ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? উঃ তামিলনাড়ুর কালাপক্কম।
২৩) ইরাকের রাজধানীর নাম কি? উঃ বাগদাদ।
২৪) চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থান কে কি বলে? উঃ সিজিগি।
২৫) ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র কোনটি? উঃ ঝাড়খণ্ডের ঝরিয়া।
২৬) কাকে ভারতের রূঢ় বলা হয়? উঃ দুর্গাপুর।
২৭) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উঃ পশ্চিম বর্ধমান।
২৮) পশ্চিমবঙ্গে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? উঃ ২ টি
২৯) আতস কাচ কি ধরনের লেন্স? উঃ উত্তল লেন্স।
৩০) পরমশূন্য উষ্ণতার মান কত? উঃ -273℃


৩১) কোন বর্ণের আলোর চ্যুতি কম? উঃ লাল।
৩২) কোন বর্ণের আলোর চ্যুতি বেশি? উঃ বেগুনি।
৩৩) কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? উঃ হাইড্রোজেন।
৩৪) গ্যালভানাইজেশন কোন ধাতু দ্বারা করা হয়? উঃ জিংক ধাতু।
৩৫) মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে? উঃ লঘু মস্তিষ্ক।
৩৬) মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়? উঃ হুগো দে ভ্রিস।
৩৭) হেপাটাইটিস বি ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গ কে আক্রমণ করে? উঃ যকৃত।
৩৮) National Youth Day কবে পালিত হয়? Ans- ১২ জানুয়ারী।
৩৯) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? Ans- ২১ ফেব্রুয়ারী।
৪০) কেন্দ্রীয় সরকার দ্বারা ২০২০ সালের পদ্ম পুরস্কারে মোট কত জনকে পুরস্কৃত করা হয়েছে? Ans- ১৪১ জনকে।

WBP Constable Previous Year Question: Download Now

৪১) বিশ্ব জল দিবস কবে পালিত হয়? Ans- ২২ মার্চ।
৪২) Covid- 19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বর- ১০৭৫
৪৩) জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? Ans- ২৪ এপ্রিল।
৪৪) সম্প্রতি কোন দেশ শিল্প ও চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল? Ans- লেবানন।
৪৫) তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল? Ans- ২০১৪ সালের ২ জুন।
৪৬) আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? Ans- ২১ জুন।
৪৭) কার জন্মদিন উপলক্ষে 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হয়? উঃ বিধানচন্দ্র রায়।
৪৮) গঙ্গা নদীর দূষণ রোধ করতে বিশ্বব্যাংক ভারতকে কত আর্থিক সাহায্য দিচ্ছে? উঃ 400 মিলিয়ন ডলার।
৪৯) বিশ্বের কোন দেশ সর্বপ্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো? উঃ চীন।
৫০) সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? উঃ 2012 সালে।
৫১)সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? উঃ কৃষিকার্য।
৫২)কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? উঃ 323 খ্রীষ্টপূর্বাব্দে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career