অন্যান্য খবর

WBP Lady Constable নিয়োগের শূন্যপদ পরিবর্তন! বিজ্ঞপ্তি প্রকাশ করলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড

Advertisement

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল নিয়োগের ঘোষণা করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। গত ২৩ এপ্রিল ২০২৩ থেকে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন চলে ২২ মে ২০২৩ পর্যন্ত। বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মোট ১৪২০ টি শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ করবে রাজ্য। তবে এবার সেই শূন্যপদের সংখ্যায় বদল আনা হল।

WBP Lady Constable Vacancy

এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বোর্ডের ওয়েবসাইটে। সেখানে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল নিয়োগ ২০২৩-এর শূন্যপদের সংখ্যা পরিবর্তন করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে, লেডি কনস্টেবলের শূন্যপদ ধার্য হয়েছে ১৩৩৫ টি। যার মধ্যে রয়েছে সংরক্ষিত ও অসংরিক্ষত শ্রেণী জেনারেল, SC, ST, OBC, EWS- সহ অন্যান্যরা। শূন্যপদের সংখ্যা একটি তালিকার আকারে প্রকাশ করা হয়েছে। আর সব মিলিয়ে শূন্যপদ ঠিক হয়েছে ১৩৩৫ টি। আগের বিজ্ঞপ্তিতে লেডি কনস্টেবলের শূন্যপদ ছিল ১৪২০ টি। নয়া বিজ্ঞপ্তি অনুসারে তা বদলে হল ১৩৩৫ টি। ফলে শূন্যপদের সংখ্যা কমলো আর প্রতিযোগিতা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন 

WBP Lady Constable পরীক্ষার দুর্দান্ত গাইড বুক 👇👇👇👇

wbp lady constable guide book 2023

WBP Lady Constable

আরও পড়ুনঃ আবারও ছুটি পড়বে রাজ্যের স্কুল গুলিতে 

প্রসঙ্গত, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য পুলিশের লেডি কনস্টেবল পদের জন্য আবেদন জানিয়েছিলেন প্রচুর সংখ্যক চাকরিপ্রার্থী। মোট পাঁচটি ধাপে পরিচালিত হবে লেডি কনস্টেবল সিলেকশন প্রক্রিয়া। যথা, ১) প্রিলিমিনারি পরীক্ষা ২) ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT) ৩) ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) ৪) চূড়ান্ত লিখিত পরীক্ষা ও ৫) ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। সবশেষে নির্বাচিত প্রার্থীদের শূন্যপদে নিয়োগ করা হবে। বোর্ডের তরফে দাবি করা হয়েছে, সম্পূর্ণ মেধার ভিত্তিতে ও স্বচ্ছ পথে নিয়োগ হবে প্রার্থীদের। কোনোরকম জালিয়াতি বরদাস্ত করা হবেনা। এছাড়া, সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (wbpolice.gov.in)-এ নজর রাখবেন প্রার্থীরা।

join Telegram

Official Notice: Download Now

Related Articles