রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে ফাইন্যান্স ডিপার্টমেন্টে অডিট এন্ড একাউন্ট সার্ভিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- 13/2022
পদের নাম- Audit And Account Service
মোট শূন্যপদ- ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত চার্টার্ড বা কোস্ট একাউন্টেন্টস ইনস্টিটিউট থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল ১৬ অনুযায়ী ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে “Appendix-I” আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে www.wbpsc.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৪০% উপরের আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card ও ব্যাংক চালানের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৪ জানুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ ইন্ডিয়ান অয়েলে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
[quads id=10]
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Preliminary Exam, Main Exam and Personality Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here








