রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। শীঘ্রই হাজার হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ক্লার্কশিপ পরীক্ষার প্রাথমিক বিজ্ঞপ্তি। খুব সম্ভবত পুজোর পরেই আবেদন শুরু করবে পিএসসি। এর আগে শূন্যপদের সংখ্যা নিয়ে ধন্দে ছিলেন প্রার্থীরা। তবে এবার সূত্রের খবর, প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্যপদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে মুখের হাসি চওড়া হয়েছে চাকরিপ্রার্থীদের।
এর আগে ২০১৯ সালে আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিস পর্যায়ে প্রায় সাড়ে ছয় হাজার জনকে নিয়োগ করা হয়েছিল। তবে এরপর ফের চলতি বছরে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন জানায়, একগুচ্ছ শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের তোড়জোড় চলছে। আপাতত নিয়োগের আভাস পেয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ পাবে শীঘ্রই।
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখে নিন
[quads id=10]
আশা করা যাচ্ছে, পুজোর পরেই এ বিষয়ে পরবর্তী আপডেট মিলবে। চূড়ান্ত শূন্যপদের সংখ্যা, আবেদনের সময়সীমা, আবেদন পদ্ধতি ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য জানাবে পিএসসি। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ও ‘Exam Bangla’ এর পাতায় নজর রাখুন।








