WBPSC Food SI Practice Set 41 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
WBPSC Food SI Practice Set, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।
এক নজরে
WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 41
1. বাহমানি রাজবংশের কে প্রতিষ্ঠাতা করেছিলেন?
[A] প্রথম মোহাম্মদ শাহ
[B] আলাউদ্দিন হাসান বাহমান শাহ
[C] আহমদ শাহ
[D] ফিরোজ শাহ
উত্তরঃ [B] আলাউদ্দিন হাসান বাহমান শাহ
2. “কাউন্সিল অফ বারভাইস” সংগঠিত করেন কে?
[A] মাধবরাও নারায়ণ
[B] নানা ফড়নবিশ
[C] মহাদজি সিন্ধীয়া
(iv) দ্বিতীয় বাজিরাও
উত্তরঃ [B] নানা ফড়নবিশ
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৪০
3. কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার আদর্শ তুলে ধরেছিলেন?
[A] বালাজি বিশ্বনাথ
[B] শিবাজী
[C] দ্বিতীয় বাজিরাও
[D] প্রথম বাজিরাও
উত্তরঃ [D] প্রথম বাজিরাও
4. বিজয়নগর সাম্রাজ্যর ধ্বংসাবশেষ এখনও কোথায় দেখতে পাওয়া যায়?
[A] গোলকুণ্ডা
[B] বিজাপুর
[C] বরোদা
[D] হাম্পি
উত্তরঃ [D] হাম্পি
5. পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রান্তের দূরত্ব কত কিলোমিটার?
[A] ৭০০ কিলোমিটার
[B] ৬০০ কিলোমিটার
[C] ৪০০ কিলোমিটার
[D] ৮০০ কিলোমিটার
উত্তরঃ [A] ৭০০ কিলোমিটার
6. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত?
[A] তরাই
[B] ডুয়ার্স
[C] বরেন্দ্র
[D] রাঢ়
উত্তরঃ [A] তরাই
7. নিন্মেউল্লেখিত সবচেয়ে নমনীয় ধাতুটি কোনটি?
[A] রুপো
[B] প্লাটিনাম
[C] সোনা
[D] লোহা
উত্তরঃ [C] সোনা
8. গ্যালভানাইজেশনে প্রলেপ দেওয়া হয়__
[A] অ্যালুমিনিয়াম এবং লোহা
[B] জিঙ্ক এবং লোহা
[C] তামা এবং লোহা
[D] টিন এবং লোহা
উত্তরঃ [B] জিঙ্ক এবং লোহা
9. ভারতের রিজার্ভ ব্যাংক কি?
[A] সরকারি ব্যাংক
[B] একটি শেয়ার হোল্ডার ব্যাংক
[C] একটি তালিকাযুক্ত ব্যাংক
[D] আংশিক ভাবে ব্যক্তিগত ও আংশিকভাবে সরকারি ব্যাংক
উত্তরঃ [A] সরকারি ব্যাংক
10. ব্যাংকের হারের পরিমাপক কি?
[A] রাজস্বঘটিত ঘাটতি হ্রাস করা
[B] ক্রেডিট কন্ট্রোল
[C] করের রাজস্ব বৃদ্ধি
[D] মূলধনের যোগান হ্রাস করা
উত্তরঃ [B] ক্রেডিট কন্ট্রোল
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇