ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ২০২৬ সালের গ্রুপ সি ও ডি পদে নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের প্রয়োজন সঠিক প্রস্তুতি। WBSSC এর আপডেটেড সিলেবাস এবং নম্বর বিভাজন অনুসরণ করে এ বছরের পরীক্ষার্থীদের জন্য ExamBangla.com নিয়ে এসেছে WBSSC Group C & Group D Practice Set এর প্রথম সংস্করণ। এক নজরে দেখে নিন নীচে।
এক নজরে
WBSSC Group C Practice Set in Bengali
এই প্র্যাকটিস সেটে প্রতিটি বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ প্রশ্নগুলি নতুন সিলেবাস ও Question Pattern অনুযায়ী তৈরি করা হয়েছে। আর এইরকম প্র্যাকটিস সেট নিয়মিত পেতে অবশ্যই ফলো করুন আমাদের ওয়েবসাইট।
WBSSC Group D Practice Set in Bengali
সাধারণ জ্ঞান (General Knowledge)
- বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি?
উঃ: এশিয়া। - নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়?
উঃ: ১৮৭৬ সালে। - ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
উঃ: জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ। - হান্টার শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?
উঃ: ১৮৮২ সালে। - ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে?
উঃ: ১৪-১৮ নম্বর ধারায়। - শিলালিপি অধ্যয়নকে কী বলা হয়?
উঃ: এপিগ্রাফি (Epigraphy)। - ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
উঃ: গঙ্গা নদী অববাহিকা। - ভারতীয় রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন?
উঃ: রাষ্ট্রপতি। - তড়িৎ প্রবাহের একক কি?
উঃ: অ্যাম্পিয়ার। - ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি অংশ রয়েছে?
উঃ: ২৫টি। - ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল নিয়ে আলোচনা করা হয়েছে?
উঃ: ১১০ নম্বর অনুচ্ছেদে। - কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাঁড় বেঁকে যায়?
উঃ: ভিটামিন D। - GST-এর পূর্ণরূপ কী?
উঃ: Goods and Services Tax। - কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়?
উঃ: ২০১৩ সালে। - RAM-এর পূর্ণরূপ কী?
উঃ: Random Access Memory। - দ্রাঘিমাংশ অনুসারে, ভারতের পূর্বতম রাজ্যটি কোনটি?
উঃ: অরুণাচল প্রদেশ। - সিঙ্গলীলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত?
উঃ: দার্জিলিং। - ভারতের বিপ্লবের জননী’ কাকে বলা হয়?
উঃ: ভিকাজি রুস্তম কামা। - ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল?
উঃ: মহারাষ্ট্র। - নিম্নলিখিত কোন বলটি সংরক্ষিত বল নয়?
উঃ: ঘর্ষণজনিত বল। - LCD-এর পুরো নাম কী?
উঃ: লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। - পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো যে উৎসেচকের সৃষ্টি করে তা হল-
উঃ: পেপসিন (পিপসিন)। - ওয়াটসন ও ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত?
উঃ: DNA-র গঠন। - সালোকসংশ্লেষ পরিমাণ সবথেকে কম হয় কোন আলোতে?
উঃ: সবুজ আলোতে। - উদ্ভিদ কোশের সবথেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট হল-
উঃ: সেলুলোজ। - কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাচের পাত্রে রাখা যায় না, সেটি হল-
উঃ: HF। - ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হল-
উঃ: মিথাইল আইসোথায়োসায়ানেট। - জাতীয় বন্যপ্রাণী দিবস পালিত হয়-
উঃ: ৩রা মার্চ (মার্চ 3)।
সাম্প্রতিক ঘটনাবলী (Current Affairs)
- কোথাকার মৌবান মধু GI Tag পেল?
উঃ: সুন্দরবন। - বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় TCS-এর স্থান কত?
উঃ: দ্বিতীয়। - “Water Warrior City”-র স্বীকৃতি পেল কোন শহর?
উঃ: নয়ডা। - ৫২০০ বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে?
উঃ: গুজরাট। - পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা কবে হয়েছিল?
উঃ: ২২শে এপ্রিল ২০২৫। - জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়?
উঃ: ৭ই আগস্ট। - আন্তর্জাতিক সৌর জোটের কততম সদস্য হলো মালদোভা?
উঃ: ১০৭ তম। - IPL-এ সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠলো-
উঃ: RCB। - কোন সালে ১৬তম জনগণনার আয়োজন করার জন্য ঘোষণা করলো কেন্দ্র?
উঃ: ২০২৭ সালে। - ২০২৫ বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?
উঃ: Beat Plastic Pollution। - বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কবে?
উঃ: ২৫শে এপ্রিল। - কোন ব্যাঙ্কের ডেপুটি CFO হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ কুমার?
উঃ: Indusind Bank। - ISSF World Cup Buenos Aires ২০২৫-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কে?
উঃ: চীন। - আসামের অন্যতম প্রধান উৎসব ‘রোঙ্গালি বিহু’ কোন মাসে পালিত হয়?
উঃ: এপ্রিল। - বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠলো-
উঃ: ভারত। - পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারী বা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে?
উঃ: হরিকৃষ্ণ দ্বিবেদী। - স্কুল এবং কলেজের পাঠক্রমে দুর্যোগ ও মহামারী ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত করতে চলেছে কোন রাজ্য সরকার?
উঃ: ওড়িশা। - এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বতারোহী হিসাবে এভারেস্টে উঠল কে?
উঃ: ঝাং হং (Zhang Hong)। - পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?
উঃ: আলাপন বন্দ্যোপাধ্যায়। - বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে?
উঃ: ৫ই জুন। - কৃষি জমির ডিজিটাল সার্ভে করার ঘোষণা করল কোন রাজ্য সরকার?
উঃ: তেলেঙ্গানা। - International Booker 2021 জিতলেন কোন লেখক?
উঃ: ডেভিড ডিওপ (David Diop)। - 17th Sustainable Development Goals রিপোর্টে ভারতের স্থান কত?
উঃ: ১১৭তম। - পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা?
উঃ: ওয়াটার বেরিয়াল (Water Burial)। - ২০২১ সালে ১০০০ ছক্কা মারার নজির গড়লেন কোন ক্রিকেটার?
উঃ: ক্রিস গেইল। - সম্প্রতি প্রয়াত ডিঙ্ক সিং কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ: বক্সিং। - ২০২১ পুলিৎজার পুরস্কার পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা?
উঃ: মেঘা রাজাগোপালান। - সম্প্রতি Naftali Bennett কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন?
উঃ: ইজরায়েল। - 2021 NATO Summit অনুষ্ঠিত হলো কোথায়?
উঃ: ব্রাসেলস।
আরও পড়ুনঃ প্রতিদিন চাকরির খবর পড়ুন এখান থেকে
ইংরেজি (English)
- What is the noun form of ‘Restrict’?
Ans: Restriction. - Choose the correct plural form of ‘Daughter-in-law’:
Ans: Daughters-in-law. - Fill in the blank: A __ of lions.
Ans: pride. - Complete the sentence: She __ sea-shells by sea-shore.
Ans: sells. - Fill in the blank: Since you broke his camera, you __ buy him a new one.
Ans: should. - What does the expression ‘Janus headed’ mean?
Ans: Hypocritical. - Choose the correct option: Sita __ her mother.
Ans: resembles. - Change the voice: The gate was opened by the peon.
Ans: The peon opened the gate. - The plural form of ‘Deer’ is:
Ans: Deer. - Fill in the blank: We carved not a line, __ we raised not a stone.
Ans: but. - The noun form of ‘Break’ is:
Ans: Breach. - Antonym of ‘Imperil’:
Ans: Safeguard. - Words of same sound is?
Ans: Homonyms. - I __ never seen such a picture before.
Ans: have. - Meaning of “Chicken Feed”:
Ans: A very small amount of money. - Synonym of ‘Exhort’:
Ans: To urge strongly. - Synonym of ‘Abjure’:
Ans: To take back. - Sonia said, “You help my sister.” (Narrative Change)
Ans: Sonia said that I helped her sister. - John says, “I shall go there.” (Narrative Change)
Ans: John says that he will go there. - You should __ your bad habit of smoking.
Ans: give up. - Never __ upon the marginalized. (Phrasal Verb)
Ans: look down. - I am worried __ the exam.
Ans: about.
আরও পড়ুনঃ WBSSC গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার তারিখ ঘোষণা হল
পাটিগণিত (Arithmetic)
- একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে ৫ সেকেন্ড এবং ৬ সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?
উঃ: ১ মিনিটে। - যে বাসের গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার, সেই বাস ৬০০ কিলোমিটার যেতে কত সময় নেবে?
উঃ: ২৪ ঘণ্টা। - বার্ষিক ৫% সরল সুদে ৫০০ টাকার ৬ বছর পর সুদ-আসল কত হবে?
উঃ: ৬৫০ টাকা। - পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য ৮১ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
উঃ: ৪১। - দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ২০% এবং ৫০% বেশী। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত?
উঃ: ৮০%। - একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মোট গাছের সংখ্যা ৫৭৭৬ হলে, কতগুলি সারি আছে?
উঃ: ৭৬টি। - A ও B এর মাসিক বেতনের অনুপাত ৩:৫, প্রত্যেকের বেতন ২০০ টাকা করে বাড়লে অনুপাত হয় ১৩:২১, A এর বেতন কত ছিল?
উঃ: ২৪০০ টাকা। - দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে ২৮ ও ১৬ হলে, তাদের গুণফল কত?
উঃ: ১৩২। - একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে ১০ ঘণ্টা এবং প্রতিকূলে ২০ ঘণ্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় ৯ কিলোমিটার হলে, স্থানটির দূরত্ব কত ছিল?
উঃ: ১২০ কিমি। - এক ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর যথাক্রমে ৫% ও ১০% দুটি পৃথক ছাড় দেয়। তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত?
উঃ: ১৪.৫%। - কত বছরে ১৫০ টাকার ৮% সরল সুদের হারের সুদ এবং ৪০০ টাকার ৪.৫% সুদের হারে ৩ বছরের সুদ সমান হবে?
উঃ: ৯ বছর। - একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ২০% ভুল ওজন করে ঠকায়। তার প্রকৃত লাভের শতকরা হার কত?
উঃ: ৪৪%। - ৬০ লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ২:১, কি পরিমাণ জল যোগ করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ১:২ হবে?
উঃ: ৬০ লিটার। - রোহিত এবং সৌমেনের বয়সের পার্থক্য ১২ বছর। তাদের বয়সের অনুপাত ৩:৫। সৌমেনের বয়স কত?
উঃ: ৩০ বছর। - একটি দোকানদার ৩৬ টি পেনের বাজার মূল্য দিয়ে ৪০ টি পেন কেনেন, তিনি প্রতিটি পেন ১% লাভে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উঃ: ১০%। - ১৬০০ টাকায় ২ বছর ৩ মাসে সুদ হয় ২৫২ টাকা, সুদের বার্ষিক হার কত?
উঃ: 7%। - ৬০ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ২:১, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন অনুপাত ১:২ হবে?
উঃ: ৬০ লিটার। - একটি ফ্রিজের দাম ৪০০০ টাকা, কিন্তু অফ-সিজনে ৫% দাম কমে, এখন বিক্রয়মূল্য কত টাকা?
উঃ: ৩৮০০। - একটি দোকানদার ৫ টাকায় ৬ টি লেবু কিনে, ৬ টাকায় ৫ টি বিক্রি করলে তার লাভ বা ক্ষতির হার কত?
উঃ: ৪৪% লাভ। - যদি ২ ডজন আপেলের ওজন ৩ কিলোগ্রাম ৬০০ গ্রাম হয়, তবে ৩ টি বাক্স যার প্রতিটির ওজন ২৬ কিলোগ্রাম ২৫০ গ্রাম, তাতে কত আপেল ধরে?
উঃ: ৫২৫। - A কোনো কাজের ৪/৫ অংশ ২০ দিনে ও B এর সাহায্যে বাকি কাজ ৩ দিনে শেষ করে, B একাই কাজটি কত দিনে করবে?
উঃ: ৩৭.৫ দিনে। - এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের তিন গুণ। ১২ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। লোকটির বর্তমান বয়স কত?
উঃ: ৩৬ বছর। - একটি ক্লাসের ৪০ জন ছাত্রীর মধ্যে ৩০ জন ছাত্রীর গড় উচ্চতা ১৬০ সেমি এবং অবশিষ্ট ছাত্রীদের গড় উচ্চতা ১৫৬ সেমি। ক্লাসের সকল ছাত্রীর মোট গড় উচ্চতা কত?
উঃ: ১৫৯ সেমি। - যখন ১ কেজি গমের দাম ৬০ পয়সা তখন ৫ পয়সা মূল্যের বিস্কুটের ওজন ১০ গ্রাম। ১ কেজি গমের মূল্য ৭৫ পয়সা হলে ৫ পয়সা মূল্যের বিস্কুটের ওজন কত হবে?
উঃ: ৮ গ্রাম। - C ও D এর দূরত্ব ১২১ কিমি। দুই ঘাটের দুই নৌকা যথাক্রমে অনুকূলে ও প্রতিকূলে যাত্রা শুরু করল। তাদের গতিবেগ যথাক্রমে ১০ কিমি/ ঘণ্টা ও ১২ কিমি/ ঘণ্টা হলে কখন তারা মিলিত হবে?
উঃ: ৩ টে ১০ মিনিটে।
আপনি যদি গ্রুপ- সি বা গ্রুপ- ডি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রতিদিন এরকম ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেলে যুক্ত হন- Join Now





