অন্যান্য খবর

১২ হাজার শূন্যপদে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ রাজ্যে! প্রস্তুতি শুরু করল স্টাফ সিলেকশন কমিশন

শিওরে দুর্গাপূজা, আর পুজো কাটলেই বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা আয়োজন করবে রাজ্য। ফুড সাব ইন্সপেক্টার, ক্লার্কশিপের পর এবার 'গ্রুপ- ডি' কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার।

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য সুখবর। ফের একগুচ্ছ শূন্যপদে গ্রুপ- ডি কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যে। ইতোমধ্যে জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ প্রকাশিত হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি। হাজার হাজার শূন্যপদে গ্রুপ- ডি কর্মী নিয়োগের আভাস মিলেছিল আগেই। তবে এবার প্রস্তুতি তুঙ্গে কমিশনের অন্দরে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত তথ্য জানানো হবে তখনই।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে গ্রুপ- ডি কর্মী নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করা যায়। ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা গ্রুপ- ডি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে নবগঠিত রাজ্য স্টাফ সিলেকশন কমিশন। নভেম্বর-ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানুয়ারি মাসের মধ্যেই আবেদন গ্রহণ শুরু করবে এসএসসি। আগামী বছর গ্রুপ- ডি কর্মী নিয়োগের পরীক্ষাটি আয়োজন করার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্য সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট ও রিজিওন্যাল অফিসে নিয়োগ দেওয়া হবে তাঁদের। মাধ্যমিক পাশের যোগ্যতায় আবেদন জানানো যাবে সংশ্লিষ্ট পদে। প্রিলিমিনারি পরীক্ষা, মেনস পরীক্ষা ও কম্পিউটার টাইপিং টেস্ট নিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন।

১২ হাজার শূন্যপদে 'গ্রুপ- ডি' কর্মী নিয়োগ

আরও পড়ুনঃ ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা

অন্যদিকে, ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক মন্ত্রীসভার বৈঠকে। এদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৮৪০০ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৩৬০০ জন। এই বৈঠকের পর কনস্টেবল ছাড়াও উর্দু মাধ্যম বিদ্যালয়ের জন্য প্যারা টিচার ও পার্ট টাইম টিচার পদে ৩৯৮টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের মধ্যেই বেশ কিছু পদের নিয়োগ প্রক্রিয়া চলবে রাজ্যে। শূন্যপদে নিয়োগ পাবেন অপেক্ষারত চাকরিপ্রার্থীরা।

১২ হাজার শূন্যপদে 'গ্রুপ- ডি' কর্মী নিয়োগ

Related Articles