মহিলাদের জন্য চাকরির সুযোগ! আবেদনপত্র পূরণ করে বিডিও অফিসে জমা দিন

পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের বিভিন্ন জেলার ব্লক বা সাব ডিভিশনের ওয়ার্ড বা পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স ও আবশ্যিক যোগ্যতা…

Published By: Exam Bangla | Published On:

পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের বিভিন্ন জেলার ব্লক বা সাব ডিভিশনের ওয়ার্ড বা পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স ও আবশ্যিক যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। এছাড়াও প্রত্যেকটি জেলার আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে Apply Now বাটানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারবেন।

জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৪০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবলমাত্র বিবাহিত/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট এলাকার ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে।

১) পুরুলিয়া জেলায় আশা কর্মী নিয়োগ।
মোট শূন্যপদ- ৬৯ টি।
শূন্যপদের বিন্যাস- বরাবাজার ব্লক- ৮ টি, বনদয়ন ব্লক- ৭ টি, পুঞ্চ ব্লক- ৪ টি, মানবাজার ১ নং ব্লক- ৫ টি ও মানবাজার ২ নং ব্লক- ১৮ টি, আরর্ষা ব্লক- ৪ টি, বলরামপুর ব্লক- ৭ টি, হুরা ব্লক- ৬ টি, পুরুলিয়া ১ নং ব্লক- ৫ টি ও পুরুলিয়া ২ নং ব্লক- ৫ টি।
আবেদনের ঠিকানা- To the Block Development Officer, __Development Block, at___B.D.O Office, At__ P. O__ P.S ___ Dist- Purulia, West Bengal. Pin-___.
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ৫ সেপ্টেম্বর, ২০২২
Memo No: 992/ SDO/ MNB- Apply Now: Click Here
Memo No: 696/ SDO/ S/ PRL- Apply Now: Click Here

২) কোচবিহার জেলায় আশা কর্মী নিয়োগ।
মোট শূন্যপদ- ৪৬ টি।
শূন্যপদের বিন্যাস- মেখলিগঞ্জ (মেমো নং -১৭১৯)- ১১ টি, মাথাভাঙ্গা-২ (মেমো নং -৩০২২)- ৯ টি, হলদিবাড়ি- (মেমো নং -১০১৫)- ১ টি, দিনহাটা-১ (মেমো নং -ASHA/১০১২)- ১৬ টি, দিনহাটা-২ নং ব্লক- ৬ টি ও সিতাই- ৩ টি।
আবেদনের ঠিকানা- To the Development Officer, Block Name_Dist. -Coochbehar. Pin-___.
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২২
Apply Now: Click Here 

৩) দার্জিলিং জেলা আশা কর্মী নিয়োগ।
মোট শূন্যপদ- ১০০ টি।
শূন্যপদের বিন্যাস– কার্শিয়াং সাব ডিভিশন- ২৪ টি ও ‌ দার্জিলিং সদর সাব ডিভিশন- ৭৬ টি।
আবেদনের ঠিকানা- To The Sub- Divisional Officer, Advertisement Notice No.________ dated_______Name of the Block Applied for:____________.District – Darjeeling.
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১৬ সেপ্টেম্বর, ২০২২
Apply Now: Click Here

৪) হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ।
মোট শূন্যপদ- ১৯১ টি।
শূন্যপদের বিন্যাস- আমতা ১ নং ব্লক- ১৩ টি, আমতা ২ নং ব্লক- ৬ টি, বাগান ১ নং ব্লক- ৭ টি, বাগান ২ নং ব্লক- ৫ টি, বালি জাগাছা- ২০ টি, ডমজুর- ৩৯ টি, জগৎবল্লভপুর- ২০ টি, পানচলা- ১৮ টি, সাঁকরাইল- ১৯ টি, শ্যামপুর ১ নং ব্লক- ৭ টি, শ্যামপুর ২ নং ব্লক- ৫ টি, উদয় নারায়নপুর-৭ টি, উলুবেড়িয়া ১ নং ব্লক- ৯ টি ও উলুবেড়িয়া ২ নং ব্লক- ১৬ টি।
আবেদনের ঠিকানা- সমষ্টি উন্ন য়ন আধিকারিকদের করন (বি.ডি.ও অফিস)।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১৬ সেপ্টেম্বর, ২০২২
Apply Now: Click Here

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career