পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা 2023 | পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা: ভারতের পূর্ব দিকের এক অন্যতম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধান। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ এবং বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মাননীয়া মমতা…

Published By: Exam Bangla | Published On:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা: ভারতের পূর্ব দিকের এক অন্যতম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধান। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ এবং বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক দশকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা -য় অনেক নাম সংযোজন হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এই নিবন্ধটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা

1947 সালের আগস্ট মাসে ভারত ভাগের সময় পশ্চিমবঙ্গ রাজ্যটির সৃষ্টি হয়। ব্রিটিশ ভারতীয় প্রদেশ বাংলাকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ দুটি ভাগে ভাগ করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হিসাবে পূর্ববঙ্গ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। সেই থেকে মোট আটজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা 2023
মুখ্যমন্ত্রীর
নাম
সময়কালপার্টির নাম
মমতা বন্দ্যোপাধ্যায় 05 May 2021- বর্তমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
মমতা বন্দ্যোপাধ্যায় 26 May 2016 - 4 May 2021সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
মমতা বন্দ্যোপাধ্যায় 20 May 2011- 25 May 2016সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
বুদ্ধদেব ভট্টাচার্য18 May 2006 - 13 May 2011ভারতীয় কমিউনিস্ট পার্টি
বুদ্ধদেব ভট্টাচার্য15 May 2001 - 17 May 2006ভারতীয় কমিউনিস্ট পার্টি
বুদ্ধদেব ভট্টাচার্য06 Nov 2000 - 14 May 2001ভারতীয় কমিউনিস্ট পার্টি
জ্যোতি বসু16 May 1996 - 05 Nov 2000ভারতীয় কমিউনিস্ট পার্টি
জ্যোতি বসু19 Jun 1991 - 15 May 1996ভারতীয় কমিউনিস্ট পার্টি
জ্যোতি বসু30 Mar 1987 - 18 Jun 1991ভারতীয় কমিউনিস্ট পার্টি
জ্যোতি বসু24 May 1982 - 29 Mar 1987ভারতীয় কমিউনিস্ট পার্টি
জ্যোতি বসু21 Jun 1977 - 23 May 1982ভারতীয় কমিউনিস্ট পার্টি
রাষ্ট্রপতি শাসন30 Apr 1977 - 20 Jun 1977-
সিদ্ধার্থ শংকর রায়20 Mar 1972 - 30 Apr 1977ভারতীয় জাতীয় কংগ্রেস
রাষ্ট্রপতি শাসন29 Jun 1971 - 20 Mar 1972-
অজয়কুমার মুখোপাধ্যায়02 Apr 1971 - 28 Jun 1971ভারতীয় জাতীয় কংগ্রেস
রাষ্ট্রপতি শাসন30 Jul 1970 - 02 Apr 1971-
রাষ্ট্রপতি শাসন19 Mar 1970 - 30 Jul 1970
-
অজয়কুমার মুখোপাধ্যায় 25 Feb 1969 - 16 Mar 1970বাংলা কংগ্রেস
রাষ্ট্রপতি শাসন20 Feb 1968 - 25 Feb 1969
প্রফুল্লচন্দ্র ঘোষ21 Nov 1967 - 19 Feb 1968নির্দল
অজয়কুমার মুখোপাধ্যায়01 Mar 1967 - 21 Nov 1967বাংলা কংগ্রেস
প্রফুল্লচন্দ্র সেন09 Jul 1962 - 28 Feb 1967ভারতীয় জাতীয় কংগ্রেস
ড. বিধান চন্দ্র রায়03 Apr 1962 - 01 Jul 1962ভারতীয় জাতীয় কংগ্রেস
ড. বিধান চন্দ্র রায়06 Apr 1957 - 02 Apr 1962ভারতীয় জাতীয় কংগ্রেস
ড. বিধান চন্দ্র রায়31 Mar 1952 - 05 Apr 1957ভারতীয় জাতীয় কংগ্রেস
ড. বিধান চন্দ্র রায়26 Jan 1950 - 30 Mar 1952ভারতীয় জাতীয় কংগ্রেস
ড. বিধান চন্দ্র রায়23 Jan 1948 - 25 Jan 1950ভারতীয় জাতীয় কংগ্রেস
প্রফুল্লচন্দ্র ঘোষ 15 Aug 1947 - 22 Jan 1948ভারতীয় জাতীয় কংগ্রেস

আরও পড়ুনঃ
বর্তমানে বিশ্বে মোট কয়টি দেশ রয়েছে?
বর্তমনে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশী?

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে?

প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। 15 Aug 1947 – 22 Jan 1948 সময়কাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে কে সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন?

ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদের অধিকারী হয়েছিলেন। তিনি 21 Jun 1977 থেকে 5 Nov 2000 পর্যন্ত মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব পালন করেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career