বকেয়া ডিএ এর দাবিতে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। চলছে ধর্ণা, আন্দোলন কর্মসূচি। কিছুদিন আগেই ধর্মঘট ডাকে সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও এই ধর্মঘটের বিরোধিতা করে রাজ্য সরকার। ধর্মঘটের দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকা শিক্ষক, শিক্ষিকাদের পাঠানো হয়েছে শোকজ নোটিশ। আর এবার রেড রোডে ধর্ণায় থাকাকালীন ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রেড রোডে আম্বেদকর মুর্তির সামনে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী। এবার সেখান থেকেই ডিএ আন্দোলনকারীদের সরাসরি আক্রমণ করলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর কথায়, “যে চোর ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ডি-এ র ওখানে।” এই কথার পরেই পাশে থাকা মন্ত্রী শশী পাঁজাকে একটি লিস্ট দেখিয়ে নাম পড়তে বলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন, “তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।”
চাকরির খবরঃ রাজ্যের কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই বাম আমলের চিরকুটে চাকরির নাম করে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এই চিরকুটে চাকরি পাওয়া প্রার্থীদের খোঁজ করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। আর এবার ডিএ আন্দোলনকারীদের সরাসরি চিরকুটে চাকরি পাওয়া প্রার্থী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। চলছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ডিএ আন্দোলনকারীরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, ১২ বছর হয়ে গেছে ক্ষমতায় এসেছে তৃণমূল। তালিকা থাকলে এতদিন তদন্ত হলো না কেন!