অন্যান্য খবর

WB College Admission 2023: কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো, ফর্ম ফিলাপের সময় কি কি নিয়ম মানতে হবে দেখে নিন

Advertisement

উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। এবার পছন্দের বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ সরকার জানায়, অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও চালু হবে চার বছরের স্নাতক কোর্স। জুলাইয়ের প্রথমেই চালু হয়ে যাচ্ছে ভর্তির পোর্টাল। সেইমতো আজ জুলাইয়ের ১ তারিখ থেকে চালু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া। কথা উঠলেও এবছর থেকে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হচ্ছে না অতএব প্রতিটি কলেজ নিজেদের মতো করে ভর্তি প্রক্রিয়া চালাবে। অনলাইনে কলেজে ভর্তির আবেদন জানাতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে শিক্ষার্থীদের। এই প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

WB College Admission 2023

কলেজের ফর্ম ফিলাপের সময় কী কী নিয়ম মানতে হবে?

১) কলেজে ভর্তির প্রক্রিয়া হবে অনলাইন মারফত। প্রত্যেক ছাত্রছাত্রীকে কলেজের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করে স্নাতকে ভর্তির আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
২) কলেজের ওয়েবসাইট থেকেই আবেদনপত্রের ফিল আপ করতে পারবেন।
৩) আবেদনপত্রের প্রতিটি নির্দেশ সঠিকভাবে পূরণ করতে হবে। পার্সোনাল ডিটেলস সঠিকভাবে দেবেন। এক্ষেত্রে ভুল হলে ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। তাই বুঝে ফর্ম ফিল আপ করবেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স নিয়ে এখনও ধোঁয়াশায় পড়ুয়ারা

৪) কলেজের তরফে যে যে ডকুমেন্টগুলি চাওয়া হবে সেগুলি আপলোড করতে হবে।
৫) শিক্ষা দফতর জানিয়েছে, আবেদনের জন্য কোনো প্রকার অর্থ নিতে পারবে না কলেজ কর্তৃপক্ষ। তাই আবেদন ফি দেওয়ার প্রয়োজন নেই।
৬) স্নাতকের ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আবেদনপত্রটি সাবমিট করবেন। তবে অবশ্যই একটি কপি নিজের কাছে ডাউনলোড করে রাখবেন।

অন্যান্য বছর যে নিয়মগুলি ছিল না, সেরকম বেশ কিছু নিয়ম নয়া স্নাতক কোর্সে যুক্ত হতে চলেছে। যেমন ছয়টি সেমিস্টারের বদলে এবার থেকে আটটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। পাশাপাশি, ‘এক্সিট’ অপশনের সুবিধাও থাকছে। অর্থাৎ চাইলে কোর্সের মাঝেও বেরিয়ে যেতে পারবেন পড়ুয়ারা। তবে গোটা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির সাত বছরের মধ্যে কমপ্লিট করতে হবে।

রাজ্যে কলেজে ভর্তি

Related Articles