সুখবর আসছে সরকারি কর্মীদের জন্য! চলতি সপ্তাহে ডিএ মামলায় বড় নির্দেশ দেবে আদালত
বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলন চলছে রাজ্যে। বিক্ষোভ, মিছিলের পাশাপাশি কর্মবিরতির ডাক দিচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই মহার্ঘ ভাতা সম্পর্কিত মামলা গড়িয়েছে আদালতে। অতি শীঘ্রই সুপ্রিম কোর্টে ডিএ সম্পর্কিত মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার তথা ১৪ জুলাই ডিএ মামলাটির শুনানি হবে শীর্ষ আদালতে। এই মামলার রায়ের দিকে তাকিয়েই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।
সপ্তম বেতন কমিশনের আওতায় যেখানে ৪২ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা, সেখানে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৬ শতাংশ। বকেয়া ডিএ-এর দাবিতে তাই বারংবার নিজেদের দাবিদাওয়া সরকারের কাছে তুলে ধরেছেন কর্মীরা। কিন্তু আদতেও মেলেনি কোনোও সদুত্তর। যার ফলস্বরূপ মামলা দায়ের হয় হাইকোর্টে। গত বছরের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিএ মামলায় রায় দিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তা সত্ত্বেও হাইকোর্টের নির্দেশ মানেনি সরকার। মেটানো হয়নি কর্মীদের বকেয়া ডিএ-ও। বরং হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দায়ের করেছিল নবান্ন। যা খারিজ হয়ে যায়। এর মধ্যে ডিএ দাবিতে আন্দোলনের আঁচ আরও বেড়েছে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল শীর্ষ আদালত
ডিএ মামলায় হাইকোর্টের নির্দেশ না মানায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন। অন্যদিকে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নভেম্বরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য। এরপর বারংবার পিছিয়েছে মামলার শুনানি। গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে ওঠে ডিএ সম্পর্কিত মামলাটি। কিন্তু বিচারপতি দীনেশ মহেশ্বরী অবসর নেওয়ায় এবার নতুন বেঞ্চে মামলাটি উঠবে বলে জানা যাচ্ছে। বর্তমানে যা খবর, চলতি সপ্তাহেই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। এখন সেই রায় শোনার অপেক্ষাতেই দিন গুনছেন রাজ্য সরকারি কর্মীরা।