শীঘ্রই বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের! মুখে হাসির সঙ্গে ভরবে পকেট
বকেয়া ডিএ-এর দাবিতে ও বেতন বৃদ্ধির আশায় দিন গুনছেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারের তরফে কবে এ বিষয়ে ঘোষণা হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। অনশন, আন্দোলন, বিক্ষোভ চলছে ডিএ’র দাবিকে কেন্দ্র করে। তা সত্ত্বেও মুখে কুলুপ এঁটেছে সরকার। এর আগে চলতি বছরের এপ্রিলে কর্মীদের ৩ শতাংশ ডিএ বাড়ায় রাজ্য। যা নিয়ে কার্যত অসন্তুষ্ট ছিলেন কর্মীরা। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই কর্মীদের বেতন বৃদ্ধির পরিকল্পনা চলছে রাজ্যের অন্দরে।
এ প্রসঙ্গে সূত্রের খবর, এপ্রিলে যে ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল, সেই একই হারে বাৎসরিক বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। অর্থাৎ প্রায় ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেতে চলেছেন বর্তমান সরকারি কর্মীরা। পাশাপাশি, চুক্তিভিত্তিক কর্মীদের বেতনও ৩ শতাংশ হারে বাড়তে চলেছে। সরকারের এহেন বেতন বৃদ্ধির পদক্ষেপে লাভবান হবেন সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েত কর্মী এবং বিভিন্ন স্বশাসিত সংস্থার কর্মীরা। অন্যদিকে, মহার্ঘ ভাতা সম্পর্কিত মামলাটি চলতি মাসেই সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা রয়েছে। মামলার সম্ভাবনা আগামী ১৪ জুলাই। আশা করা হচ্ছে, এই মামলার রায় আসতে পারে সরকারি কর্মীদের দিকে।
আরও পড়ুনঃ সপ্তম পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের বেতনের বরাদ্দ আগের বছরের তুলনায় এ বছর বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট বলছে, আগের বছরের তুলনায় প্রায় ২৫০০ কোটি টাকা সরকারি কর্মীদের বরাদ্দ পিছু বাড়ানো হয়েছে এবছর। আর এই বরাদ্দ থেকেই মেটানো হবে ডিএ বৃদ্ধির মতো কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধির খরচও। যদিও সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা করেনি। এদিকে, পঞ্চায়েত ভোট পরিস্থিতিতে যে হারে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি, তাতে আশা করা যাচ্ছে, ভোট মিটলে কোনো সুনির্দিষ্ট ঘোষণা করতে পারে সরকার। তখনই সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা।