মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগ, প্রতিমাসে বেতন ১৪ হাজার টাকা

রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে হেল্পার সহ বিভিন্ন পদে। যেকোনো ভারতীয় নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। Mission Vatsalay প্রকল্পের…

Published By: Exam Bangla | Published On:

রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে হেল্পার সহ বিভিন্ন পদে। যেকোনো ভারতীয় নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। Mission Vatsalay প্রকল্পের অধীনে রাজ্য সরকারের জেলা দপ্তরে এইসব কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।

Employment No.- 334/DCPU/SW

পদের নাম- Child Welfare Officer (CWO)/ Case Worker/ Probation Officer
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Work/ Sociology/ Social Science অথবা LLB বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। Govt./ NGO/ Legal Matters ইত্যাদি বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন- ২৩,১৭০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

পদের নাম- House Mother (Residential)
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন- ১৪,৫৬৪/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

পদের নাম- Helper-cum-Night Watchman (Erstwhile Helper) (Residential)
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন- ১২,০০০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

পদের নাম- Nurse of SAA (Residential)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের General Duty Assistant কোর্স করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইন নার্সিং অথবা জিএনএম কোর্স সম্পূর্ণ করা আবেদনকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন- ১২,০০০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন পদ্ধতি- আবেদন জমা করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। খামের ওপর “Application for the post of ___________ for Govt. run CCI/SAA under Mission Vatsalya, Paschim Medinipur” লেখাটি উল্লেখ করতে হবে। শূন্যস্থানের জায়গায় যে পদের জন্য আবেদন করছেন সেটি লিখতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা- District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, PO.- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin.- 721101, West Bengal

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

Mission Vatsalya -এর অধীনে রাজ্যে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ- ৭ আগস্ট, ২০২৩।

মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career