চাকরির খবর

মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগ, প্রতিমাসে বেতন ১৪ হাজার টাকা

Share

রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে হেল্পার সহ বিভিন্ন পদে। যেকোনো ভারতীয় নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। Mission Vatsalay প্রকল্পের অধীনে রাজ্য সরকারের জেলা দপ্তরে এইসব কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।

Employment No.- 334/DCPU/SW

পদের নাম- Child Welfare Officer (CWO)/ Case Worker/ Probation Officer
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Work/ Sociology/ Social Science অথবা LLB বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। Govt./ NGO/ Legal Matters ইত্যাদি বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন- ২৩,১৭০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

পদের নাম- House Mother (Residential)
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন- ১৪,৫৬৪/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

পদের নাম- Helper-cum-Night Watchman (Erstwhile Helper) (Residential)
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন- ১২,০০০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

পদের নাম- Nurse of SAA (Residential)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের General Duty Assistant কোর্স করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইন নার্সিং অথবা জিএনএম কোর্স সম্পূর্ণ করা আবেদনকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন- ১২,০০০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন পদ্ধতি- আবেদন জমা করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। খামের ওপর “Application for the post of ___________ for Govt. run CCI/SAA under Mission Vatsalya, Paschim Medinipur” লেখাটি উল্লেখ করতে হবে। শূন্যস্থানের জায়গায় যে পদের জন্য আবেদন করছেন সেটি লিখতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা- District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, PO.- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin.- 721101, West Bengal

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ৭ আগস্ট, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

সর্ব শেষ প্রকাশিত

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 18 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

3 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১২

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

19 hours ago

রাজ্যের মৎস গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল মেরিন ফিসার্স রিসার্চ ইনস্টিটিউট, দীঘা রিজিওনাল স্টেশনের পক্ষ থেকে একটি…

20 hours ago

মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে | মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়

রাজ্যে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। মাধ্যমিক উত্তীর্ণ সকল…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 17 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২২

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

2 days ago