চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

সরকারি স্কুলের হোস্টেলে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সরকারি বিদ্যালয়ের হোস্টেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে। এখানে চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যজ্ঞতা থেকে আবেদন চালাতে পারবেন। তাই ন্যূনতম যোগ্যতায় যারা চাকরি খুঁজছিলেন, তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ। এখানে অত্যন্ত সহজ নিয়োগ পদ্ধতির মাধ্যমে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হচ্ছে। সম্প্রতি বহু বিদ্যালয় এর গ্রুপ ডি কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাই যোগ্য প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন জানাতে পারেন। আবেদনের সকল বিবরণ চাকরিপ্রার্থীদের জন্য নিচে উল্লেখ করা হলো।

[quads id=16]

পদের নাম- হেল্পার (গ্রুপ- ডি) এবং রাঁধুনি।
নিয়োগ কারী বিদ্যালয়- একলব্য মডেল প্রেসিডেন্সিয়াল স্কুল বয়েজ হোস্টেল।

বয়স সীমা- নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের চাকরি প্রার্থীদের আবেদন জানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। ০১/০১/২০২৫ তারিখ অনুসারে সকল চাকরি প্রার্থীর বয়সের হিসাব হবে। তপশিলি জাতি, আদিবাসী এবং পিছিয়ে পড়া বর্গের চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তত অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আবেদন জানানো যাবে। তবে আবেদনকারী চাকরিপ্রার্থীরা যে কোন জায়গার বাসিন্দা হলে চলবে না। পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন এবং কংস্কা ব্লকের স্থানীয় চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

[quads id=16]

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মী পদ অনুসারে যথেষ্ট ভালো মানের বেতন পাবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।

নিয়োগ পদ্ধতি- এখানে চাকরি প্রার্থীদের জরুরি কালীন নিয়োগ করা হচ্ছে। তাই আগামী ২৬/০৪/২০২৫ তারিখে কানস্কা ব্লকের BDO অফিসে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটির সকাল ১১ টা থেকে শুরু হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ২৭/০৪/২০২৫ তারিখ সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা দিতে পারবেন। উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে এই পদে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র-

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • আধার কার্ড
  • বয়সের প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য প্রয়োজনীয় নথি

[quads id=16]

আরও পড়ুনঃ কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্টেন্ট নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং তার সাথে সংযুক্ত আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিন। এরপর হাতে-কলমে পরিষ্কারভাবে আবেদন পত্রটি পূরণ করুন ও প্রয়োজনীয় নথিপত্র গুলির জেরক্স কপি সংযুক্ত করে দিন। এরপর কাঁসকা ব্লকের BDO অফিসে গিয়ে আবেদন পত্রটি জমা করে আসুন। আবেদনপত্র জমা করার কাজটি ১৭/০৪/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ