স্কলারশিপ 2024

মেধাশ্রী প্রকল্প ২০২৩ | পড়াশোনার খরচ দেবে রাজ্য সরকার

Share

রাজ্যের পড়ুয়াদের স্বার্থে ও তাঁদের উচ্চশিক্ষায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। প্রকল্পগুলির আওতাধীন পড়ুয়ারা রাজ্য সরকারের থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য পান। এই সকল প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল ‘মেধাশ্রী’ প্রকল্প। সংশ্লিষ্ট প্রকল্পে পড়ুয়াদের প্রতি বছর ৮০০ টাকার বৃত্তি দেয় পশ্চিমবঙ্গ সরকার।

কারা পাবেন মেধাশ্রী প্রকল্পের সুবিধা?

মেধাশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত একটি প্রকল্প। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের ওবিসি শ্রেণীভুক্ত পড়ুয়ারা উপকৃত হন। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি পড়ুয়ারা সরকারের তরফ থেকে বাৎসরিক বৃত্তি লাভ করেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ

মেধাশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি যোগ্যতা লাগে?

মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে একজন পড়ুয়াকে ওবিসি শ্রেণীভুক্ত হতে হবে। তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় আড়াই লাখ টাকার কম হতে হবে। পাশাপাশি, তাঁকে সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়া হতে হবে। অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপের সুবিধাভুক্ত পড়ুয়ারা মেধাশ্রী প্রকল্পের সুবিধা পেতে পারবেন না।

মেধাশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়?

মেধাশ্রী প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায় দুয়ারে সরকার ক্যাম্পে। সেক্ষেত্রে আগ্রহীরা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে পারবেন। সেই ফর্ম সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে হবে। সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট লাগবে। সেগুলি হল, আবেদনকারী পড়ুয়া অথবা তাঁর মা-বাবার কাস্ট সার্টিফিকেট, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স, বৈধ ফোন নম্বর, আধার কার্ডের জেরক্স ও পরিবারের ইনকাম সার্টিফিকেট। এছাড়া, সরাসরি বিদ্যালয়ের মাধ্যমেও এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কতৃপক্ষ ‘শিক্ষাশ্রী এবং মেধাশ্রী’ পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন জমা করতে পারবেন।

আরও পড়ুনঃ পড়াশোনার যাবতীয় খরচ দেবে সরকার

মেধাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট দরকার?

  • পরীক্ষার মার্কশিট
  • আধার কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
  • ওবিসি শংসাপত্র
  • কালার ছবি

মেধাশ্রী প্রকল্প অনুযায়ী কত টাকা পাওয়া যায়?

মেধাশ্রী প্রকল্পে ওবিসি শ্রেণীভুক্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের বার্ষিক ৮০০ টাকা করে প্রাক মাধ্যমিক বৃত্তি দেওয়া হয়। তবে যদি কোনো পড়ুয়া কোনো ক্লাসে অনুত্তীর্ণ হন, তবে সেক্ষেত্রে তিনি স্কলারশিপের অর্থ পাবেন না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলে তবেই মিলবে স্কলারশিপ। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের বৃত্তি দেওয়া হত, সেই বৃত্তি বন্ধ হয়ে যাওয়ায় নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

একই ক্লাসে থাকলে কি পাওয়া যাবে মেধাশ্রী প্রকল্পের সুবিধা?

একজন ছাত্র বা ছাত্রী একটি ক্লাসে কেবলমাত্র একবারের জন্য এই প্রকল্পের সুবিধা পাবেন। একই ক্লাসে থাকলে অর্থাৎ সেশন পুনরাবৃত্তি করলে দ্বিতীয় বছরে আর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। পরবর্তীতে যদি সেই ছাত্র বা ছাত্রী পরের ক্লাসে উত্তীর্ণ হয় তাহলে আবার সে এই প্রকল্পের সুবিধা পাবে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে সেরা পাঁচটি স্কলারশিপ

Official Website: Apply Now

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২২

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

2 hours ago

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সংস্থার পক্ষ থেকে বেশ…

5 hours ago

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৪ হাজার টাকা

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজেক্ট ভিত্তিক কর্মী…

9 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 16 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

11 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

বদল হবে না WBCS -এর সিলেবাস! পরীক্ষা হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম পরীক্ষা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা।…

1 day ago