কনস্টেবল PMT ও PET নিয়ে জারি হলো নতুন নিয়ম, দেখে নিন PMT ও PET নিয়ে খুঁটিনাটি

প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। ইতিমধ্যেই পরীক্ষার রেজাল্ট পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (wbpolice.gov.in) প্রকাশিত হয়েছে। এদিন ExamBangla.com -এর পাতায় পরীক্ষার ফলাফল প্রকাশের খবর প্রকাশ করা হয়েছিল। গোটা রাজ্যজুড়ে প্রচুর পরীক্ষার্থী কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা সমস্ত পরীক্ষার্থীদের পরবর্তী ধাপ হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET)। অর্থাৎ দৌড় ও শারীরিক যোগ্যতা পরিমাপের পরীক্ষা। তবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) নিয়ে নতুন নিয়ম জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। বিগত বছরগুলিতে যে নিয়ম মাফিক ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট হয়ে আসছে, এবছর থেকে তা আর হবে না। জারি হচ্ছে নতুন নিয়ম। এবার জেনে নেওয়া যাক কি সেই নতুন নিয়ম।

কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬৭ সেমি, ওজন হতে হয় ৫৭ কেজি, ছাতি হতে হয় ৭৮ সেমি ও ৮৩ শ্রেণি পর্যন্ত ফুলানোর ক্ষমতা থাকতে হয় (গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব প্রার্থী বাদে বাকিদের ক্ষেত্রে)।

গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব শ্রেণীভূক্ত কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬০ সেমি, ওজন হতে হয় ৫৩ কেজি, ছাতি হতে হয় ৭৬ সেমি ও ৮১ শ্রেণি পর্যন্ত ফুলানোর ক্ষমতা থাকতে হয়।

কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬০ সেমি, ওজন হতে হয় ৪৯ কেজি (গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব প্রার্থী বাদে বাকিদের ক্ষেত্রে)।

গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব শ্রেণীভূক্ত কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৫২ সেমি, ওজন হতে হয় ৪৫ কেজি (গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব প্রার্থী বাদে বাকিদের ক্ষেত্রে)।

আরও পড়ুনঃ এই বই পড়ে পুলিশ পরীক্ষায় পাশ বহু পরীক্ষার্থীর 

এগুলি হল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের নিয়মাবলী। এবার জেনে নেওয়া যাক ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের নিয়মাবলী।

Exam Bangla Constable Book
WBP Main Best Book

এই বইটি থেকে কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় ৫৬ টির বেশি প্রশ্ন কমন এসেছে। কনস্টেবল মেন পরীক্ষায় সফল হতে আজই সংগ্রহ করুন Constable & SI 2 in 1 Suggestion. বই সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য সরাসরি আমাদের অফিশিয়াল WhatsApp নম্বরে মেসেজ করুন- (+91) 8001650019

Checkout Now: Click Here

কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়াতে হয়।
কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হয়। তবে এখানেই হয়েছে পরিবর্তন। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হত। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে। কিন্তু কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী নিয়মই জারি থাকছে। লেডি কনস্টেবল পদপ্রার্থীদের দৌড়ানোর সময় সীমা ৩০ সেকেন্ড বৃদ্ধি পাওয়ায় খুশি মহিলা চাকরিপ্রার্থীরা।