West Bengal Police Sub Inspector Syllabus 2021, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস

আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের নিয়োগ পদ্ধতি, পরীক্ষার সিলেবাস ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা। আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর অথবা লেডি সাব-ইন্সপেক্টর…

Published By: ExamBangla.com | Published On:

আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের নিয়োগ পদ্ধতি, পরীক্ষার সিলেবাস ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা। আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর অথবা লেডি সাব-ইন্সপেক্টর পদে আবেদন করে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাব-ইন্সপেক্টর পদটি হল গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতার একটি চাকরি।

West Bengal Police Sub Inspector Syllabus 2021

পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের নিয়োগের ক্ষেত্রে মোট পাঁচটি ধাপে নিয়োগ করা হয়।

Sl. No.Exam PatternMarks
1Preliminary Examination200
2Physical Measurement Test (PMT)Need to Qualify
3Physical Efficiency Test (PET)Need to Qualify
4Main Exam200
5Personality Test30

যেসব প্রার্থীরা প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কেবল তারাই শারীরিক যোগ্যতা পরীক্ষা বা Physical Measurement Test -এ অংশগ্রহণ করতে পারবেন। Physical Measurement Test -এ পরীক্ষার্থীদের উচ্চতা, ওজন এবং ছাতি পরিমাপ করা হবে। PMT উত্তীর্ণ হলেই Physical Efficiency Test -এ অংশগ্রহণ করা যাবে। Physical Efficiency Test -এ নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব দৌড়াতে হবে।
যেসব আবেদনকারীরা PMT এবং PET পরীক্ষায় উত্তীর্ণ হবেন কেবল সেইসব প্রার্থীরা Final Combined competitive examination বা Main Exam পরীক্ষায় বসতে পারবেন। Main Exam -এ উত্তীর্ণ হলেই সরাসরি ইন্টারভিউ।

WBP Sub Inspector Apply Now

WBP SI Preliminary Syllabus

SubjectNo. of QuestionsMarks
General Studies50100
Logical & Analytical Reasoning2550
Arithmetic2550
Total100200
Duration90 Min
Exam TypeMCQ
Negetive Marking0.25

WBP SI Physical Measurement Test

পদের নামজাতিউচ্চতা (cm)ছাতি (cm)ওজন (kg)
সাব ইন্সপেক্টর (UB)গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালিস ও সিডিউল ট্রাইব16076 সেমি + 5 সেমি প্রসারণ52
বাকি সবার ক্ষেত্রে16779 সেমি + 5 সেমি পর্যন্ত56
সাব ইন্সপেক্টর (AB)গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালিস ও সিডিউল ট্রাইব 16381 সেমি + 5 সেমি প্রসারণ 54
বাকি সবার ক্ষেত্রে17386 সেমি + 5 সেমি প্রসারণ60

WBP LSI Physical Measurement Test

পদের নামজাতিউচ্চতা (cm)ছাতি (cm)ওজন (kg)
লেডি সাব-ইন্সপেক্টর (UB) গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালিস ও সিডিউল ট্রাইব155-45
বাকি সবার ক্ষেত্রে160-48

WBP SI & LSI Physical Efficiency Test

পদের নাম দূরত্ব (m)সময়সীমা (min)
Male Sub Inspector (UB & AB)8003
Lady Sub Inspector (UB, Female)4002

WBP Sub Inspector Main Exam Syllabus

PaperSubjectMarksTime
IGeneral Studies502 Hrs
Logical & Analytical Reasoning25
Arithmetic25
IIEnglish 501 Hrs
IIIBengali/ Hindi/ Urdu/ Nepali501 Hrs
Total Marks 200
Exam Type Descriptive

WBP Sub Inspector Interview

যেসব প্রার্থীরা Main Exam পাশ করবেন কেবল তারাই ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ হবে 30 নম্বরের। তার মধ্যে অন্তত 8 নম্বর পেলেই পাশ করা যাবে।

Download Syllabus

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career