চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBPSC Result: নতুন একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো কমিশন

WBPSC Result: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ একটি চাকরি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। বহুদিন ধরে পরীক্ষার্থীরা দিন গুনছিলেন এই পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। শেষ পর্যন্ত এদিন 13 জানুয়ারি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

[quads id=10]

রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার (IDO) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কমিশন। যার বিজ্ঞপ্তি নং 10/2019. মোট শূন্যপদ ছিল 118 টি। যাদের মধ্যে ওবিসি -এ প্রার্থীদের জন্য 12 টি, ওবিসি -বি প্রার্থীদের জন্য 9 টি, এসসি প্রার্থীদের জন্য 26 টি, এসটি প্রার্থীদের জন্য 7 টি, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন প্রার্থীদের জন্য 2 টি, প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 3 টি এবং বাকি আসনগুলি সাধারণ প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিল। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার বা আইডিও পদটি হল রাজ্য সরকারের “মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (MSME)” এবং টেক্সটাইলস দপ্তরের একটি সার্ভিস। Download IDO Result

WBPSC Result

West Bengal Job News

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ