পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, বিরাট ইস্পাত কারখানা স্থাপন করতে চলছে সেইল
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে নতুন প্ল্যান্ট তৈরী করতে চলেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ফের একগুচ্ছ চাকরির সুযোগ তৈরি হতে চলেছে রাজ্যে। সূত্রের খবর, এক বিরাট ইস্পাত কারখানা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে সেইল। যেখানে বাৎসরিক উৎপাদন হবে প্রায় ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত। বিষয়টি আলোচনার পর থেকেই দ্রুত গতিতে চলছে কাজ। সেইলের এক্সিকিউটিভ ডিরেক্টর জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে নতুন কারখানা গড়ার টেন্ডার ডাকা হবে। এই প্রজেক্টের ফলে একগুচ্ছ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হতে চলেছে রাজ্যে।
সাধারণত এতদিন পশ্চিমবঙ্গের আসানসোলের খনি শিল্প অঞ্চলের বিকাশ ঘটত ইস্কোর হাত ধরেই। কিন্তু বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় বহু কারখানা বন্ধ থাকায় কর্মসংস্থানের সুযোগ কমেছে। সম্প্রতি সেইলের তরফে জানানো হয়েছে, বার্ণপুরে ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তোলার প্রস্তুতি চলছে। ইস্কো কারখানার উৎপাদন বছরে ২.৫ মিলিয়ন টন। সূত্রের খবর, উৎপাদন ক্ষমতা আরও বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি, নতুন কারখানা তৈরির জন্য কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে ওই অঞ্চলে। সেইল সূত্রে জানা যাচ্ছে, চলতি অগাস্ট মাসে প্রজেক্টের ডিটেলস রিপোর্ট জমা পড়েছে বোর্ডের কাছে। রিপোর্ট দেখে তাতে ক্লিয়ারেন্স দিয়েছে বোর্ড প্রিন্সিপাল। অত্যাধিক দ্রুততার সঙ্গে এগোচ্ছে প্রজেক্ট সম্বন্ধীয় কাজকর্ম।
আরও পড়ুনঃ এই নতুন প্রকল্পের হাত ধরে রোজগার করুন লাখ টাকা
প্রকল্পটি পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছে সেইল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে নতুন ইস্পাত কারখানা স্থাপন হলে এলাকার সামাজিক ও অর্থনৈতিক চিত্রটি একেবারেই পাল্টে যাবে। চাকরির সুযোগ বৃদ্ধি পাবে হাজার হাজার যুবক, যুবতীর। একঝাঁক কর্মসংস্থান সৃষ্টি হওয়ার বেকার সমস্যা অনেকাংশেই কমবে বলে ধারণা করা যাচ্ছে। পাশাপাশি, এই প্রজেক্ট পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতির সহায়ক বলে মনে করছে বিভিন্ন মহল।