চাকরির খবর

West Bengal SET 2024 | রাজ্যের SET পরীক্ষার আবেদন শুরু হল

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্যা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

West Bengal SET 2024: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল সম্প্রতি। আবেদন করার জন্য প্রার্থীদের প্রয়োজনীয় বিষয়গুলির যেকোনো একটিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর পেলে আবেদন জানাতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে এই পরীক্ষা আয়োজিত হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানোর জন্য সাধারণ শ্রেণি ভুক্ত প্রার্থীদের ১৩০০/- টাকা, ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৬৫০/- টাকা, তপশিলি জাতী ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের ৩৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

West Bengal SET 2024

ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পরীক্ষা আয়োজিত হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ফাস্ট পেপারের পরীক্ষা হবে ১০০ নম্বরের যেখানে মোট ৫০ টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষার সময়সীমা হল ১ ঘন্টা। সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে এই পরীক্ষা শুরু হবে এবং ১১ টা ৩০ মিনিটে এই পরীক্ষা শেষ হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড পেপারের পরীক্ষা আয়োজিত হবে। সেকেন্ড পেপারের পরীক্ষা মোট ২০০ নম্বরের যেখানে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টায় এবং শেষ হবে দুপুর ২ টায়। সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই নিয়োগের আবেদন চলবে আগামী ৩১ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদন করার সময় যে কোনো অনিচ্ছাকৃত ভুল সংশোধন করা যাবে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তারিখের মধ্যে।

West Bengal SET 2024

চাকরির খবরঃ কলকাতা হাইকোর্টের ২৯১টি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ

আগ্রহী প্রার্থীদের কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। বাংলা এবং ইংরেজি সহ মোট ৩১ টি বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য এই পরীক্ষা আয়োজন করা হবে। রাজ্যের প্রতিটি জেলার নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা। আবেদনপত্র পূরণ করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় নিজে জেলার পরীক্ষা কেন্দ্র সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন আবেদনকারীরা। সম্পূর্ণ পরীক্ষাটি হবে OMR সিটের মাধ্যমে। পরীক্ষার কিছুদিনের মধ্যেই কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত বিষয়ের অ্যানসার কি প্রকাশ করা হবে। প্রকাশিত অ্যানসার কি -এর উপর পরীক্ষার্থীদের থেকে ফিডব্যাক সংগ্রহ করার পর ফাইনাল অ্যানসার কি প্রকাশ করা হবে।

West Bengal SET 2024

Related Articles