চাকরির খবর

রাজ্যে শুরু হলো উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া, নিয়োগ হবে সাড়ে ১৪ হাজার শূন্যপদে

Advertisement

নিউজ ডেস্কঃ রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা হবে উচ্চ প্রাথমিকে। সেই মতো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করলো SSC। পরীক্ষা পাশের পর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। প্রায় সাত বছর পর উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে ডাক পেলেন হাজারের বেশি পরীক্ষার্থী। কার্যত আগামীকাল সকাল থেকেই শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া। এসএসসি -এর তরফে জানানো হয়েছে রাজ্যে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।

২০১৫ সালের ১৬ আগস্ট সংগঠিত হওয়া এসএসসি পরীক্ষার ফলপ্রকাশ হয় ২০১৬ সালে। তারপর প্রকাশ পায় মেধাতালিকা। উত্তীর্ণ পরীক্ষার্থীরা দুবার ডাক পান ইন্টারভিউতেও। কিন্তু প্রকাশিত হওয়া মেধাতালিকা বাতিল হয়ে যায় আইনি জটিলতায়। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। ফের সমস্ত জটিলতা কাটিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। স্বচ্ছ পথে নিয়োগের দাবি উচ্চ প্রাথমিকে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের দাবি অগ্রাহ্য করে ফের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

[quads id=10

এসএসসির তরফ থেকে প্রকাশ পেয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউর ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ১১ টি বিষয়। যেমন, বাংলা, হিন্দি, ইংরেজি, নেপালি, সংস্কৃত, উর্দু, আরবিক, ইতিহাস, ভূগোল, পিওর সায়েন্স, ও বায়ো সায়েন্স। এর মধ্যে বেশি প্রার্থী সংখ্যার বিষয়গুলির ইন্টারভিউ হবে দীপাবলির পর থেকে। বেশ কিছু বিষয়ের ইন্টারভিউ শুরু হলেও কিছু বিষয়ের ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই মেধাতালিকা প্রস্তুত করে হাইকোর্টে পেশ করতে চায় এসএসসি। তারপর প্রকাশ পাবে চূড়ান্ত মেধাতালিকা। সেই মেধাতালিকা অনুযায়ী নিয়োগ হবে উচ্চ প্রাথমিকে।

প্রসঙ্গত, রাজ্যে প্রাথমিকেও ইন্টারভিউর ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন আইনি জটিলতার বাইরে গিয়ে যাতে স্বচ্ছ পথে রাজ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সমাধান হয় সেই দিকেই চেয়ে পরীক্ষার্থীরা।

Related Articles