চাকরির খবর

WBPSC Food SI | রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন শুরু হল, বিজ্ঞপ্তি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কমিশনের পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisement

অবশেষে অপেক্ষার অবসান। ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের অ্যাপ্লিকেশন শুরু করতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটের আগে থেকে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি না আসায় অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। আদৌ এই নিয়োগ হবে নাকি, তা নিয়ে ধন্দে ছিলেন তাঁরা। তবে এবার সমস্ত সংশয় কাটিয়ে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। ১৭ অগাস্ট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী ২৩ অগাস্ট ২০২৩, বুধবার থেকে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের অ্যাপ্লিকেশন শুরু হবে। অর্থাৎ উক্ত দিন থেকে আগ্রহী প্রার্থীরা ফুড এস আই নিয়োগ পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলাপ করতে পারবেন। এর পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত তথ্য অতি শীঘ্রই প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইটে। বিস্তারিত জানতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) -এ নজর রাখতে বলা হয়েছে প্রার্থীদের।

ফুড সাব ইন্সপেক্টর আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টার পরীক্ষার সিলেবাস

ফুড সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রেড-৩ তে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের। পরীক্ষাটি হবে দুটি ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় থাকবে অবজেকটিভধর্মী প্রশ্ন। গণিত ও সাধারণ জ্ঞানের ওপর পরীক্ষা নেওয়া হবে। এই দুটি রাউন্ডে পাশ করলে তবেই যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীরা। আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবে পাবলিক সার্ভিস কমিশন।

ফুড সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন

Related Articles