চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৬ হাজার টাকা

AIIMS ভারতবর্ষের অন্যতম একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান। ভারতে এই মুহূর্তে মোট ১৯ টি AIIMS প্রতিষ্ঠান আছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS), কল্যাণীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 1129/E-12028/2/23- (NON-FAC.CON)

পদের নাম- Blood Centre Technician
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- Diploma in Medical Laboratory Technology অথবা Transfusion Medicine or Blood Bank Technology বিষয়ে ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ২৬,১০০ টাকা।
বয়সসীমা- আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ ভারত পেট্রোলিয়ামে ২৫ হাজার টাকা স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের সুযোগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- যোগ্যতার মাপকাঠি পূরণকারী আবেদনকারীরা এই বিজ্ঞাপনের সাথে সংযুক্ত আবেদনপত্র নির্ভুল ভাবে পূরণ করে, পূরণ করা আবেদনপত্রের সঙ্গে জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র একসাথে যুক্ত করে প্রতিষ্ঠানের দপ্তরে পাঠাতে হবে। সেইসঙ্গে প্রতিষ্ঠানের দেওয়া একটি গুগল ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীদের। প্রদত্ত গুগল লিঙ্কটি এই প্রতিবেদনের নিচেই পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।

আবেদন ফি- তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত প্রার্থীদের এককালীন ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যদিকে সাধারণ, ওবিসি এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণীর চাকরিপ্রার্থীদের এককালিন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

[quads id=10]

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani NH-34 Connector, Basantapur, Saguna Nadia, West Bengal – 741245

আবেদনের শেষ তারিখ- ৩ আগস্ট, ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ

[quads id=10]

Official Notification: Download Now
Official Website: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ