চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

দুর্নীতির অভিযোগে নিয়ম বদল! পৌরসভার কর্মী ও অফিসারদের চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত এবার জেলাশাসকদের ওপর

রাজ্যের পৌরসভাগুলির নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি রাজ্যের ৫০টি পুরসভার আট হাজার কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর এবার পৌরসভার কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, এবার থেকে রাজ্যের পুরসভাগুলির বিভিন্ন পদে থাকা কর্মী ও অফিসারদের মেয়াদ পুনর্নবীকরণ সংক্রান্ত বিষয়টি দেখবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকেরা।

আগেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, পৌরসভার নিয়োগ হবে জেলাশাসকদের নজরদারিতে। আর এবার সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য। রাজ্যের তরফে জানানো হয়েছে, পুরসভার কর্মী ও অফিসারদের চুক্তি রিনিউয়ে কোনোও পুরসভা আর সরাসরি পুরদপ্তরে ফাইল পাঠাতে পারবে না। সংশ্লিষ্ট জেলার ডিএমদের তত্ত্বাবধানে এই প্রস্তাব পাঠানো হবে। এছাড়া পুরসভার কোনোও কর্মী, অফিসার কতদিন কাজ করেছেন, কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা কিরকম, কতদিন ছুটি নিয়েছেন, সহকর্মীদের সাথে কিরম ব্যবহার করেছেন, এই সকল বিষয়গুলি কনট্রাক্ট রিনিউয়ের আগে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ WBP Lady Constable Syllabus 2023 PDF

[quads id=10]

কর্মী ও অফিসারদের কনট্রাক্ট রিনিউয়ালের ফাইল ডিএম অফিসে না পাঠিয়ে সরাসরি দপ্তরে এলে তা গ্রহণ করা হবে না। নয়া নিয়ম অনুসারে, এই ফাইল অন্তত একমাস আগে ডিএম অফিসে পাঠাতে হবে। প্রসঙ্গত, এর আগে অন্দরে সুপারিশ খাটিয়ে নিজেদের চুক্তির মেয়াদ বৃদ্ধির অভিযোগ ওঠে। তবে এবার নয়া নিয়ম কার্যকর হতে এহেন দুর্নীতি হ্রাস পাবে বলেই ধারণা করা হচ্ছে।

 পৌরসভার কর্মী

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ