Success Story: মাস দুয়েকের প্রস্তুতি, কঠোর পরিশ্রমের তৃতীয়বারে UPSC জয়! স্বপ্নের মতো কাহিনী IAS তনু জৈনের
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া যে কতটা কঠিন তা কে না জানেন। বছরের পর বছর ধরে পরিশ্রম করলেও আসেনা কাঙ্ক্ষিত সাফল্য। অনেক সময়েই প্রস্তুতি ছেড়ে ভিন্ন পেশায় যুক্ত হয়ে যান পরীক্ষার্থীরা। সেখানে স্বল্প সময়ের প্রস্তুতিতে একধাপ এগোনোও যেন স্বপ্নের মতো শোনায়। ভারতের আইএএস (IAS) অফিসার তনু জৈনের কাহিনী এতটাই নজরকাড়া যা শুনলে অবাক হতে হয় বৈকি। আসুন জেনে নেওয়া যাক সেই তাক লাগানো সাফল্যের কাহিনী।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তনু জৈন। তাঁর ইউপিএসসি মক ইন্টারভিউর ভিডিয়োগুলি ছড়িয়ে পড়েছে ইউটিউব ও ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে। এহেন পরিচিত মুখ তনু জৈনের সফলতার কাহিনী অনেকেরই অজানা। এই প্রতিবেদনে সে কাহিনী জানাবো আপনাদের। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী তনু জৈন। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করে বড় হয়েছেন তিনি। দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন দিল্লির কেমব্রিজ স্কুলে। তারপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন সুভারতি মেডিক্যাল কলেজে। সেখান থেকে ডেন্টাল সার্জারি (বিডিএস) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
আরও পড়ুনঃ শ্রবণ শক্তি হারিয়েও আইএএস হলেন সৌম্যা শর্মা
সূত্র মারফত জানা যায়, এই ‘বিডিএস’ ডিগ্রির স্কলারশিপের জন্য আবেদনের সময় তনু জৈনের বাবা তাঁকে এক দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে আলোচনা করার উপদেশ দেন। তিনি ছিলেন একজন সিভিল সার্ভেন্ট। তনু জৈন যখন তাঁর সঙ্গে সাক্ষাতে যান তখন এত কিছু পরিকল্পনা ছিল না তাঁর। তবে, সাক্ষাতের পর আমূল বদলে যান তিনি। তখনই স্থির করেন এবার সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেবেন।
তনু জৈন ঠিক করেছিলেন দেশের মানুষের সেবা করবেন তিনি। সে উদ্দেশ্যে শুরু হয় তাঁর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। এদিকে হাতে রয়েছে দুই মাস। তনু ঠিক করেন এর মধ্যেই প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসবেন। দুই মাসের প্রস্তুতিতে প্রথমবার পরীক্ষায় বসে সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হন তনু। কিন্তু, সেবার ফিরে এলেও হাল মানেননি তিনি। তৃতীয় বারের চেষ্টায় ২০১৪ সালে ইউপিএসসি জয় করেন তনু জৈন। সে বছর ৬৪৮ র্যাঙ্ক করে IAS অফিসার রূপে নির্বাচিত হন তিনি। বর্তমানে ডিআরডিও-এর অ্যাসিস্টেন্ট ডিরেক্টর তনু জৈন। পাশাপাশি, দৃষ্টি আইএএস কোচিংয়ের হয়ে তিনি মক ইন্টারভিউ নেন। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ তনু জৈনের সফলতার কাহিনী নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে আগামী দিনের পড়ুয়াদের।
আরও পড়ুনঃ সব প্রতিকূলতাকে পেছনে ফেলে ইউপিএসসি উত্তীর্ণ ডোংরে রেভাইয়াহ