IBPS PO Admit Card: কিভাবে ডাউনলোড করবেন? জানুন বিস্তারিত

IBPS PO Admit Card

IBPS PO Admit Card: ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) এর তরফে প্রকাশ পেল প্রবেশনারি অফিসার (পিও) পদের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড। সেইমতো নির্বাচিত প্রার্থীরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.ibps.in) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) আইবিপিএস পিও এর ইন্টারভিউর অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (https://www.ibps.in) এ যেতে হবে।
২) এরপর লগ ইন ডিটেলস রেজিস্ট্রেশন/রোল নম্বর, জন্মতারিখ দিতে হবে পরীক্ষার্থীদের।
৩) এবার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪) অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।

চাকরির খবরঃ ভারতীয় ডাক বিভাগে বিরাট নিয়োগ

join Telegram

আইবিপিএস পিও পদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে মোট ১০০ নম্বরে। যার মধ্যে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৪০ শতাংশ ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। প্রসঙ্গত, প্রবেশনারি অফিসার পদের মেন পরীক্ষাটি আয়োজিত হয়েছিল নভেম্বরের ২৬ তারিখ। সম্প্রতি প্রকাশ পেয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল। আইবিপিএস মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবার ইন্টারভিউতে ডাকা হবে।
সেইমতো সম্প্রতি প্রার্থীদের ‘কল লেটার’ প্রকাশ করা হয়েছে। এই ‘কল লেটার’ ডাউনলোড করা যাবে আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। জানা যাচ্ছে, মোট ৮৪৩২টি শূন্যপদের নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে।

FB Join