অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৫ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
[A] 10-20 দিন
[B] 15-30 দিন
[C] 12-15 দিন
[D] 15-20 দিন
উত্তরঃ [C] 12-15 দিন
2. ভারতের ’Public Liability Insurance Act’ কবে বলবৎ হয়?
[A] 1998 সালে
[B] 1991 সালে
[C] 1973 সালে
[D] 1998 সালে
উত্তরঃ [B] 1991 সালে
3. ’পরিবেশ সুরক্ষা আইন’-কত সালে পাস হয়?
[A] 1985 সালে
[B] 1992 সালে
[C] 1998 সালে
[D] 1986 সালে
উত্তরঃ [D] 1986 সালে
4. হৃদপিন্ডের আবরণকে কি বলে?
[A] পেরিকার্ডিয়াম
[B] পেরিটোনিয়াম
[C] প্লুরা মেমব্রেন
[D] হাইলাম
উত্তরঃ [B] পেরিকার্ডিয়াম
আপনার জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. কত সালে কিষান ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়?
[A] 1998-99 সালে
[B] 1997-98 সালে
[C] 1985-86 সালে
[D] 1994-95 সালে
উত্তরঃ [A] 1998-99 সালে
6. কোন কলা উদ্ভিদের সালোকসংশ্লেষকারী অংশ গুলির থেকে দূরে উপাদানগুলির পরিবহনে সহায়তা করে?
[A] জাইলেম বাহিকা
[B] ভাজক কলা
[C] ফ্লোয়েম
[D] আদিকলা
উত্তরঃ [C] ফ্লোয়েম
7. কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া?
[A] অ্যানিলিডা
[B] আর্থোপোডা
[C] কর্ডাটা
[D] নেমাটোডা
উত্তরঃ [A] অ্যানিলিডা
8. 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম—
[A] ইম্ফল
[B] ময়রাং
[C] কোহিমা
[D] মরে
উত্তরঃ [C] কোহিমা
সেরা কমনযোগ্য প্রশ্নোত্তর পেতে আমাদের বইটি আজকেই সংগ্রহ করুন 👇👇
9. প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়?
[A] লাইসোজোম
[B] সেন্ট্রোজোম
[C] মাইটোকনড্রিয়া
[D] রাইবোজোম
উত্তরঃ [D] রাইবোজোম
10. নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?
[A] দাদাভাই নওরোজি
[B] অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম
[C] উমেশ চন্দ্র ব্যানার্জি
[D] সুরেন্দ্রনাথ ব্যানার্জি
উত্তরঃ [C] উমেশ চন্দ্র ব্যানার্জি