CBSC দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশ, পড়ুন বিস্তারিত প্রতিবেদন

CBSC দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশ বোর্ডের

সিবিএসসি (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হতে পারে। তবে এখনই বিস্তারিত সময়সূচি প্রকাশ করেনি বোর্ড। কিন্তু তার আগেই পরীক্ষা নিয়ে একটি নির্দেশিকা পাঠানো হলো সিবিএসসি অনুমোদিত বিদ্যালয়গুলিতে। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি গ্রহণ পর্ব।

সিবিএসসি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে প্রধানত বিদ্যালয়গুলি পরীক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত হয়। সেক্ষেত্রে সিবিএসসি অনুমোদিত স্কুলগুলিতে বোর্ডের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে জানানো হয়, ফেব্রুয়ারি থেকে পরীক্ষা এহেন চিন্তাভাবনা রেখেই যেন বিদ্যালয়গুলি প্রস্তুতি নেয়। আন্দাজ ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যের সময়কালে স্কুলগুলিতে যেন নির্মাণ কাজ ও এই সংক্রান্ত কাজগুলি বন্ধ থাকে, যেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ জড়িত থাকতে পারে। অর্থাৎ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের এর ফলে যেন কোনোও অসুবিধার সম্মুখীন না হতে হয়। পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন করাটাও সমান গুরুত্বপূর্ণ। সেই কারণেই স্কুলগুলিকে জানানো হয়েছে সে সময় যেন অতিরিক্ত ছুটি মঞ্জুর না করা হয়। এবং একই সাথে সমগ্র পরীক্ষা ব্যবস্থা ও উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় যাতে কোনও প্রকার বিঘ্ন না ঘটে সেদিকেও সচেতন থাকতে হবে স্কুলগুলিকে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিরাট পরিবর্তন

সূত্রের খবর, মে মাসের মধ্যেই পরীক্ষা গ্রহণ সেরে ফলাফল প্রকাশের চিন্তাভাবনা আছে বোর্ডের। যদিও সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে শীঘ্রই এ বিষয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে বিস্তারিত।