চাকরির খবর

বায়ুসেনায় ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Share

সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর দিল ভারতীয় বায়ুসেনা। এবার ভারতীয় এয়ার ফোর্সে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশ যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), মাল্টিটাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আপনি যদি আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

পদের নাম- Supdt (স্টোর)
শূন্যপদ- 15 টি।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্টোর এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রাজ্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শূন্যপদ- 10 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35 টি এবং হিন্দিতে মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।

পদের নাম- হিন্দি টাইপিস্ট
শূন্যপদ- 4 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটারে হিন্দিতে মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।

পদের নাম- স্টোর কিপার
শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্টোর এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্লক অফিস GRS নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড)
শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানো এবং মোটর মেকানিজম এর কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- কুক (অর্ডিনারি গ্রেড)
শূন্যপদ- 5 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। ক্যাটারিং এ সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- পেইন্টার (স্কিলড)
শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পেইন্টার শাখায় আইটিআই এর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- কার্পেন্টার (স্কিলড)
শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কার্পেন্টার শাখায় আইটিআই এর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- হাউসকিপিং স্টাফ (HKS)
শূন্যপদ- 15 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

পদের নাম- মেস স্টাফ
শূন্যপদ- 9 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। ওয়েটার বা ওয়াসার আপ পদে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
শূন্যপদ- 17 টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। ওয়াচম্যান অথবা লস্কর অথবা গেস্টেটনার অপারেটর অথবা গার্ডেনার পদে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর, SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 5 বছর এবং PWD প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 10 বছরের ছাড় পাবেন এছাড়াও যে সমস্ত প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

জেলা স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ- ক্লিক করুন

বেতন- Supdt (স্টোর) পদের জন্য পে লেভেল 4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন টাকা থেকে টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), হিন্দি টাইপিস্ট, স্টোরকিপার, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), কুক (অর্ডিনারি গ্রেড), পেইন্টার (স্কিলড), কার্পেন্টার (স্কিলড) পদের জন্য পে লেভেল 2 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন টাকা থেকে টাকা। হাউসকিপিং স্টাফ (HKS), মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ (MTS) পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন টাকা থেকে টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। নির্দিষ্ট ফর্মটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে 10 টাকার স্ট্যাম্প পেস্ট করে অর্ডিনারি পোস্টের মাধ্যমে এয়ার ফোর্স স্টেশনে পাঠিয়ে দিতে হবে। কোন পোষ্টের জন্য আবেদন করছেন তা খামের উপরে লিখে দিতে হবে। একাধিক পদে আবেদন করতে চাইলে প্রত্যেকটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠালে তা গ্রহণ করা হবে না। আবেদন করতে পারবেন আগামী

প্রয়োজনীয় নথিপত্র গুলি- বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কারিগরি শিক্ষার শংসাপত্র, শারীরিকভাবে অক্ষমতার শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, জাতিগত শংসাপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (আরোও একটি ছবি আবেদনপত্রের সঙ্গে পেস্ট করে দিতে হবে) সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

Official Notification

This post was last modified on July 27, 2021 8:09 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৭

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

8 hours ago

শেষ ৬ বছরে ৯০ শতাংশ হয়নি মাধ্যমিকে পাশের হার! এবার কি হতে পারে? মতামত জানালেন বিশেষজ্ঞরা

আগামী ২রা মে ২০২৪ তারিখে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯টা বেজে ৪৫…

10 hours ago

উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে ৮ মে, নতুন পদ্ধতিতে কীভাবে রেজাল্ট দেখতে হবে জানেন?

শেষ পর্যন্ত জানাগেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী…

14 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 30 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

17 hours ago

৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই মে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

2 days ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | কোন কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে?

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: শেষ পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দিল মধ্য শিক্ষা…

2 days ago