চাকরির খবর

ইন্ডিয়ান ওয়েল -এর মাধ্যমে প্রশিক্ষণ, প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন

Share

ভারত সরকার অধীনস্থ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয়েই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন এমনকি সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কত লোক নিয়োগ হবে এবং আরও বিস্তারিত তথ্য রইলো আজকের প্রতিবেদনে।

পদের নাম- এটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্লান্ট)।
শূন্যপদ- মোট ৪৮৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, অংক, রসায়নবিদ্যা অথবা শিল্প রসায়নবিদ্যা নিয়ে তিন বছরের স্নাতক ডিগ্রি করে থাকতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ১২ মাস।

পদের নাম- ফিটার।
শূন্যপদ- মোট ২০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে দু বছরের ITI কোর্স।
প্রশিক্ষণের সময়কাল- ১২ মাস

পদের নাম- Boiler
শূন্যপদ- মোট ৮০ টি।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, অংক, রসায়নবিদ্যা অথবা শিল্প রসায়নবিদ্যা নিয়ে তিন বছরের স্নাতক ডিগ্রি করে থাকতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ২৪ মাস।

আরও পড়ুনঃ রাজ্যে স্কুল খুলছে ১৫ নভেম্বর

পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (কেমিক্যাল)
শূন্যপদ- মোট ৩৬২ টি।
শিক্ষাগত যোগ্যতা- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা রিফাইনারি এবং পেট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ১২ মাস।

পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল)
শূন্যপদ- মোট ২৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ১২ মাস।

পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ- মোট ২৭৪টি।
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ১২ মাস।

চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইন্সট্রুমেন্টেশন)
শূন্যপদ- মোট ১১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইন্সট্রুমেন্টেশন/ ইন্সট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ১২ মাস।

পদের নাম- Secretarial অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- মোট ৬৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- B.A/ B.Sc/ B.Com
প্রশিক্ষণের সময়কাল- ১৫ মাস।

পদের নাম- একাউন্টেন্ট
শূন্যপদ- মোট ৩২টি।
শিক্ষাগত যোগ্যতা- B.Com এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ১২ মাস।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেসারপ্রার্থীরা)
শূন্যপদ- মোট ৫৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ।
প্রশিক্ষণের সময়কাল- ১৫ মাস।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট যাদের আছে)
শূন্যপদ- মোট ৪১টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে স্কিল সার্টিফিকেট সহ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর।
প্রশিক্ষনের সময়কাল- ১৫ মাস।

চাকরির খবরঃ ৪১৩৫ শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ

বয়স- উপরোক্ত সমস্ত পদগুলির ক্ষেত্রে ৩১/১০/২০২১ তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুযায়ী প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।www.iocl.com এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা নির্দিষ্ট ফরমেটে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীর কাছে অবশ্যই স্ক্যান করা কালার ফটো এবং jpg ফরমেটে সই স্ক্যান করে রাখতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১২ নভেম্বর, ২০২১।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Updae: Click Here

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

11 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

12 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

16 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

19 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

3 days ago