চাকরির খবর

কেন্দ্রীয় বাহিনীর বিদ্যালয়ে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক ও H.S. পাশে আবেদন করুন

Share

কেন্দ্রীয় বাহিনীর বিদ্যালয়ে শিক্ষক, ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ITBP -র বিদ্যালয়ে। যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। ITBP School Teaching & Non- Teaching Staff Recruitment 2021.

ITBP School Teacher, Clerk & Group- D Recruitment

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
মোট শূন্যপদ- ১ টি
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটারে টাইপ করার স্পিড ইংরেজিতে ৩০ টি শব্দ/ মিনিট অথবা হিন্দিতে ২৫ টি শব্দ/ মিনিট।
বেতন- মূল বেতন ৫,২০০ থেকে ২০,২০০ টাকা/- (গ্রেড‌ পে- ১,৯০০ টাকা)।
বয়স সীমা- সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স ২৭ বছর।

আরও পড়ুন: ভারতীয় রেলে নতুন নিয়োগ, আবেদন করুন

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ/ পিয়ন (MTS/ PEON)
মোট শূন্যপদ- ২ টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বেতন- মূল বেতন ৫,২০০ থেকে ২০,২০০ টাকা/- (গ্রেড পে- ১,৮০০ টাকা)।
বয়স সীমা- সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছর।

পদের নাম- প্রাইমারি টিচার (PRTs)
মোট শূন্যপদ- ৪ টি
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে ৫০% নাম্বার সহ উচ্চমাধ্যমিক পাশ এবং প্রাথমিক শিক্ষায় দু-বছরের ডিপ্লোমা।
বেতন- মূল বেতন ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা/- (গ্রেড পে- ৪,২০০ টাকা)।
বয়স সীমা- সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

পদের নাম- ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (TGTs)
মোট শূন্যপদ- ৩ টি
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান, গণিত এবং হিন্দি বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রী, বিজ্ঞান শাখার জন্য (ফিজিক্স/ কেমিস্ট্রি/ বোটানি/ জুওলজি/ বায়োলজি) যেকোনো একটি বিষয়ে ব্যাচেলার ডিগ্রী। বি.এড. বাধ্যতামূলক, সঙ্গে সিবিএসসি -এর দ্বারা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করে থাকতে হবে।
বেতন- মূল বেতন ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা/- (গ্রেড পে- ৪,৬০০ টাকা)।
বয়স সীমা- উল্লিখিত পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

পদের নাম- পোস্ট গ্রাজুয়েট টিচার (PGTs)
বিষয়- গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, ইকোনমিক্স ও ইতিহাস।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়গুলিতে মাস্টার ডিগ্রি ও বি.এড.।
বেতন- মূল বেতন ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা/- (গ্রেড পে- ৪,৮০০ টাকা)।
বয়স সীমা- সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩৬ বছর।

উপরোক্ত সবগুলি পদের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রয়োজনীয় আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.itbppsdwarka.com ওয়েবসাইট থেকে। সঠিক ভাবে পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি সংযুক্ত করে ITBP Public School -এর ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি যে মুখবন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন, ওই খামের ওপরে লিখতে হবে “Application for the post of……………………” (যে পদে আবেদন করবেন সেই পদের নাম)।

আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস জমা দেবেন-
1. Self-attested photocopies of all academic & professional qualifications.
2. Self-attested photocopies of experience certificates duly countersigned by DDE of concerned zone.
3. 2 copy recent passport size colored photographs.

আরও পড়ুন: ২৫০০ শূন্যপদে ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Principal, ITBP Public School, Sector-16 B, Dwarka, New Delhi-11007. আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৬ মে, ২০২১।

Download Notice

Download Application form

This post was last modified on April 27, 2021 12:13 am

সর্ব শেষ প্রকাশিত

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

11 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

13 hours ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

14 hours ago

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। সকাল…

16 hours ago

রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট! রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট 2024: দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল সকাল ৯ টায় প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক…

1 day ago

মাধ্যমিকের ফলাফল নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! পরীক্ষার্থীরা এক্ষুনি জেনে নিন

বিরাট বড় আপডেট উঠে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল প্রকাশিত হতে…

1 day ago