চাকরির খবর

রাজ্যের ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করে নিন

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। রাজ্যের ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে নির্দিষ্ট সময় অন্তর আশা কর্মী নিয়োগ করা হয় রাজ্যের বিভিন্ন জেলায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা ভিত্তিক শূন্যপদের নিরিখে এই নিয়োগ করা হয়। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে ব্লকে ব্লকে আশা কর্মী পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পাশ করে থাকলেই যে কোনো মহিলা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোন জেলায় নিয়োগ, কত শূন্যপদ, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

আশা কর্মী নিয়োগ

পদের নাম— আশা কর্মী
মোট শূন্যপদ— ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা— আশা কর্মী পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে।
অন্যান্য শর্তাবলী— আবেদনকারীকে অবশ্যই একজন বিবাহিত, বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই শূন্যপদ ভিত্তিক গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের আরও একটি জেলায় আশা কর্মী নিয়োগ

মাসিক বেতন— পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধীনিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারের আদেশনামা অনুসারে আশা কর্মী পদের কর্মীদের মাসিক বেতন বা ভাতা হলো ৫,২৫০/- টাকা।
বয়সসীমা— অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম ৩০ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।

আশা কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— প্রতিটি ব্লকে অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা আবেদনপত্রে প্রার্থীকে নিজের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে ব্লক অফিসের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট— বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র আধার অথবা ভোটার কার্ড, জাতিভিত্তিক শংসাপত্র (যদি উপলব্ধ থাকে), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বৈবাহিক বিবরণের শংসাপত্র ইত্যাদি।

আবেদনপত্র জমা করার ঠিকানা— প্রকাশিত শূন্যপদের ভিত্তিতে নির্দিষ্ট ব্লক অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নিজের ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে।

নিয়োগের স্থান— জলপাইগুড়ি জেলার সদর, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি, বানারহাট, মাল, মাতিয়ালী, নাগরাকাটা, ক্রান্তি ইত্যাদি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ— ২৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বিকাল ৫ টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আশা কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles