চাকরির খবর

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন

Share

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের মধ্যেই কেন্দ্রীয় সরকারের চাকরি করার সুযোগ। ভারত সরকারের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিভিন্ন গ্রূপ-সি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। INDIAN STATISTICAL INSTITUTE, (Kolkata) Recruitment 2021.

পদের নাম- ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ- মোট ০২ টি। (UR- ০১, SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সঙ্গে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

পদের নাম- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ( সিভিল)
শূন্যপদ- মোট ০৩ টি। (UR- ০২,OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ অথবা 3 বছরের ডিপ্লোমা এবং এক বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

পদের নাম- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ( ইলেকট্রিক্যাল)
শূন্যপদ- মোট ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ অথবা তিন বছরের ডিপ্লোমা এবং এক বছরের কাজ করার অভিজ্ঞতা। সুপারভাইজার লাইসেন্স (ইলেকট্রিক্যাল) সঙ্গে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পদ্ধতি- ক্লিক করুন

পদের নাম- ইলেকট্রিশিয়ান A
শূন্যপদ- মোট ১৪ টি। (UR- ০৯,SC- ০২,OBC- ০২,EWS- ০১)
শিক্ষাগত যোগ্যতা- ITI পাস।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

পদের নাম- অপারেটর কাম মেকানিক (লিফট)
শূন্যপদ- মোট ০৮ টি। (UR- ০৬,SC- ০১,OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- সপ্তম পাস সঙ্গে ITI পাস।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

পদের নাম- ড্রাইভার
শূন্যপদ- ০১ টি। ( UR- ০১)
শিক্ষাগত যোগ্যতা- স্কুল পাস সঙ্গে গাড়ি চালানোর অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

পদের নাম- কুক
শূন্য পদ- ০১ টি। (EWS- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস অথবা যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কুকারিতে ডিপ্লোমা।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি)
শূন্যপদ- মোট ০৬ টি। (UR- ০৫,SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস সঙ্গে যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সাইন্সে পাশের সার্টিফিকেট এবং কম্পিউটার অপারেশন, ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি)
শূন্যপদ- মোট ০৪ টি। (UR- ০৩,OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল এ পাস সঙ্গে এক বছরের কাজ করার অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (রিপ্রো ফটো)
শূন্যপদ- মোট ০২টি। (UR- ০১,SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল এ পাস সঙ্গে এক বছরের কাজ করার অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ফার্ম)
শূন্যপদ- ০১ টি। (UR- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা ভোকেশনালে পাস সঙ্গে এক বছরের কাজ করার অভিজ্ঞতা অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকা প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

WBSSC গ্রূপ- সি সিলেবাস ডাউনলোড- ক্লিক করুন

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (কলকাতা) -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটটি হলো www.isical.ac.in , অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত।

Official Website

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

9 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

10 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

14 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

17 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

3 days ago