চাকরির খবর

কলেজে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

Share

নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে গ্রুপ-সি সহ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। Netaji Subhas Institute of Technology Group C Recruitment 2021.

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ- মোট ৩৫ টি। (UR- ১৫, EWS- ০৪, SC- ০৪, ST- ০৩,OBC- ০৯)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করা গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ – ৬৩২০০ টাকা।

পদের নাম- জুনিয়াস স্টেনো
শূন্যপদ- মোট ১০ টি। (UR- ০৪, EWS- ০১, SC- ০১, ST- ০১,OBC- ০৩)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।

গ্রামীণ ডাক সেবক নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ- মোট ০৮ টি। (UR- ০৫,SC- ০১,OBC- ০২)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
বেতন- প্রতিমাসে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।

পদের নাম- লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- মোট ০২ টি। (OBC- ০২)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ, সঙ্গে যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সাইন্স বিষয়ে কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।

পদের নাম- জুনিয়র মেকানিক
শূন্যপদ- ২১ টি। (UR- ০৭, EWS- ০৩, SC- ০১, ST- ০২,OBC- ০৮)
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং পাশ।
বেতন- প্রতিমাসে ১৯,৯৯০ – ৬৩,২০০ টাকা।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার
শূন্যপদ- মোট ০১ টি। (UR- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯৯০ – ৬৩,২০০ টাকা।

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি- ক্লিক করুন

পদের নাম- হেড ক্লার্ক
শূন্যপদ- ০৭ টি। (UR- ০৫, SC- ০১, OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ, সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

পদের নাম- জুনিয়র প্রোগ্রামার
শূন্যপদ- মোট ১৩ টি। (UR- ০৬,EWS- ০১,SC- ০২,ST- ০৩)
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী (MCA) অথবা Computer science/ IT/ Software Engineer বিষয়ে M.Tech ডিগ্রী থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

বয়স- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

প্রতিক্ষেত্রে বয়স হিসাব করতে হবে ১ জুন, ২০২১ তারিখের হিসাবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.nsut.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩১/০৭/২০২১

বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ- ক্লিক করুন

আবেদন ফি- গ্রুপ-সি পদগুলির ক্ষেত্রে, আবেদন ফি বাবদ 400 টাকা এবং প্রসেসিং ফি বাবদ ৮০0 টাকা মোট 1200/- টাকা জমা দিতে হবে। গ্রুপ-বি পদের ক্ষেত্রে, আবেদন ফি বাবদ 1000 টাকা এবং প্রসেসিং ফি বাবদ 1000 টাকা মোট 2000/- টাকা জমা দিতে হবে। SC/ ST/ PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে গ্রুপ-সি ও গ্রুপ-বি পদগুলিতে আবেদন করার জন্য কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না, কিন্তু প্রসেসিং ফি বাবদ যথাক্রমে ৮০0 টাকা এবং 1000 টাকা জমা দিতে হবে।

নিয়োগের স্থান- নতুন দিল্লি। আবেদনে আগ্রহী হয়ে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন।

Official Notification

This post was last modified on July 3, 2021 11:30 am

সর্ব শেষ প্রকাশিত

আগামীকাল মাধ্যমিক রেজাল্ট! এই ওয়েবসাইটে সবার প্রথম রেজাল্ট দেখা যাবে

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। আগামীকাল…

3 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৭

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

17 hours ago

শেষ ৬ বছরে ৯০ শতাংশ হয়নি মাধ্যমিকে পাশের হার! এবার কি হতে পারে? মতামত জানালেন বিশেষজ্ঞরা

আগামী ২রা মে ২০২৪ তারিখে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯টা বেজে ৪৫…

18 hours ago

উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে ৮ মে, নতুন পদ্ধতিতে কীভাবে রেজাল্ট দেখতে হবে জানেন?

শেষ পর্যন্ত জানাগেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী…

22 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 30 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই মে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

2 days ago