কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর, এগুলি একবার হলেও দেখে যান

আগামী ২৭ মার্চ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা। হাতে মাত্র ৪ দিন বাকি। এই শেষ মুহূর্তে Team Exam Bangla প্রস্তুত করেছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি…

Published By: ExamBangla.com | Published On:

আগামী ২৭ মার্চ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা। হাতে মাত্র ৪ দিন বাকি। এই শেষ মুহূর্তে Team Exam Bangla প্রস্তুত করেছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষার ৫০ টি‌ সাজেস্টিভ প্রশ্ন-উত্তরের সেট। Kolkata Police Sub- Inspector Suggestive Question.
ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সম্মিলিতভাবে ৫০ টি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। প্রশ্নগুলি আগত কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১) ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?
উঃ মেহেরগড় সভ্যতা।
২) তৃতীয় পানিপথের যুদ্ধে কারা পরাজিত হয়?
উঃ মারাঠারা।
৩) লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত?
উঃ গুজরাট।
৪) মহেঞ্জোদারো কথাটির অর্থ কি?
উঃ মৃতের স্তুপ।
৫) অষ্টাধ্যায়ী -এর রচয়িতা কে?
উঃ পাণিনি।
৬) জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ মহাবীর।
৭) কত সালে মোপলা বিদ্রোহ হয়?
উঃ ১৯২১ সালে।
৮) রাসবিহারী বসু কি নামে জাপানে যান?
উঃ পি এন ঠাকুর।
৯) সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
উঃ খান আবদুল গফফর খান কে।

১০) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’ -এর নতুন নাম কি রাখা হয়েছে?
উঃ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।
১১) সম্প্রতি ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন সুন্দরলাল বহুগুণা। তিনি কোন আন্দোলনের নেতা ছিলেন?
উঃ চিপকো আন্দোলনের।
১২) আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয়?
উঃ ২৩ জুন।
১৩) ২০২১ সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম কি?
উঃ আব্দুল রজক গুর্ণহ।
১৪) ইউক্রেনের রাজধানীর নাম কি?
উঃ কিভ।
১৫) পিঙ্ক বল টেস্টে প্রথম কোন ভারতীয় মহিলা সেঞ্চুরি করেছেন?
উঃ স্মৃতি মন্ধনা।
১৬) সম্প্রতি পুনে স্টেডিয়াম -এর নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হয়েছে?
উঃ নীরজ চোপড়া স্টেডিয়াম।
১৭) টোকিও প্যারা অলিম্পিকে ভারতের মোট মেডেলের সংখ্যা কয়টি?
উঃ ১৯ টি।
১৮) ২০২১ দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক খ্যাত অভিনেতা রজনীকান্ত -এর আসল নাম কি?
উঃ Shivaji Rao Gaekwad.
১৯) পশ্চিমবঙ্গের ‘ছাত্র দিবস’ কবে পালিত হয়?
উঃ ১ জানুয়ারি।
২০) Golbal Hunger Index 2021 -এর তালিকায় ভারত কত তম স্থানে রয়েছে?
উঃ ১০১ তম।

২১) ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উঃ ভারত ও চীন।
২২) কয়না জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উঃ মহারাষ্ট্র।
২৩) ভারতের প্রাচীনতম তেল উত্তোলন কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ অসমের ডিগবয়।
২৪) কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বনভূমির পরিমাণ সর্বোচ্চ?
উঃ আন্দামান ও নিকোবর।
২৫) বায়ুমণ্ডলের কোন স্তরটি সর্বাধিক শীতলতম?
উঃ ‌ মেসোস্ফিয়ার।
২৬) CNG -এর পুরো নাম কি?
উঃ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস।
২৭) কোন পদ্ধতিতে বায়ুমন্ডল সর্বাধিক উষ্ণ হয়?
উঃ বিকিরণ পদ্ধতি।
২৮) পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে?
উঃ ২ টি। সুন্দরবন ও বক্সা।
২৯) ঘূর্ণিঝড় ‘গুলাব’ -এর নামকরণ কোন দেশ করেছে?
উঃ পাকিস্তান।
৩০) বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের চালু করা প্রকল্প টি হল-
উঃ জল ধরো জল ভরো।

আরও পড়ুনঃ
এই বই পড়ে কনস্টেবল পরীক্ষা পাশ করলো প্রচুর পরীক্ষার্থী

৩১) কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে?
উঃ ১২ টি।
৩২) WWW -এর প্রতিষ্ঠাতা কে?
উঃ টিম বার্নার্স লি।
৩৩) LED -এর পূর্ণ নাম কি?
উঃ লাইট ইমিটিং ডায়োড।
৩৪) MS Power Point -এ তৈরি করা কোনো ফাইলের এক্সটেনশন কি হবে?
উঃ .pptx
৩৫) কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়?
উঃ ২৬ জানুয়ারি, ১৯৫০।
৩৬) ভারতের প্রথম নাগরিক হিসেবে কাকে অভিহিত করা হয়?
উঃ রাষ্ট্রপতি।
৩৭) ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
৩৮) ‘প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ বিশেষ’- কোন মামলায় ভারতের সুপ্রিম উপরিল্লিখিত রায়টি প্রদান করে?
উঃ কেশবানন্দ ভারতী মামলা।
৩৯) ভারতীয় লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
উঃ মাভলংকার।
৪০) লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম কি?
উঃ মীরা কুমার।

৪১) ভারতীয় সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নূন্যতম বয়স কত?
উঃ ২৫ বছর।
৪২) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে?
উঃ ৬১ তম সংবিধান সংশোধন।
৪৩) জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতিত্ব করেন কে?
উঃ প্রধানমন্ত্রী।
৪৪) ভারতের প্রধান বিচারপতি বছর বয়সে অবসর গ্রহণ করেন?
উঃ ৬৫ বছর বয়সে।
৪৫) হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর গ্রহণ করেন?
উঃ ৬২ বছর বয়সে।

৪৬) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ হুগলি।
৪৭) মাটকি কোন রাজ্যের নৃত্য?
উঃ মধ্যপ্রদেশ ‌
৪৮) ‘বাটুল দি গ্রেট’ -এর স্রষ্ঠা কে?
উঃ নারায়ন দেবনাথ।
৪৯) ‘হাজার চুরাশির মা’ -এর রচয়িতা হলেন-
উঃ মহাশ্বেতা দেবী।
৫০) সৌরভ চৌধুরি কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ শুটিং।

Exam Bangla Constable Book
Best Book for West Bengal Police Exam

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষায় Exam Bangla Publication প্রকাশিত Constable & SI 2 in 1 Suggestion বই থেকে ৬০ শতাংশ প্রশ্ন মনের রেকর্ড রয়েছে। তাই আজকের ৫০ টি প্রশ্ন কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টটি রাজ্যের বেশি সংখ্যক পরীক্ষার্থীরা দেখলে এবং শেয়ার করলে পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রতিদিন ৫০ টি করে প্রশ্নোত্তর আলোচনা করা হবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career