মাধ্যমিক ইতিহাসে ভয়? ৮ নম্বরের এই প্রশ্নগুলি পড়ে গেলেই পরীক্ষায় বাজিমাত

Published By: ExamBangla.com | Published On:
Share:

সামনেই মাধ্যমিক পরীক্ষা। ছাত্র- ছাত্রীদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রসঙ্গ এলেই ছাত্র- ছাত্রীদের মধ্যে ভীতি কাজ করে। পরীক্ষায় প্রশ্ন কমন আসবে কিনা তা নিয়ে চিন্তা থাকে। আজকের এই পোস্টে টিম এক্সাম বাংলা -র অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা মণ্ডলী দ্বারা ২০২৫ সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ৮ নম্বরের বড় প্রশ্নের সাজেশন দেওয়া হলো।

---Advertisement---

আগত ২০২৫ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য এই কয়েকটি বড় প্রশ্ন প্রস্তুত করে গেলেই পরীক্ষায় বাজিমাত করতে পারবে ছাত্র- ছাত্রীরা। এই প্রশ্নগুলি এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একনজরে দেখে নেওয়া যাক ৮ নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ইতিহাস ৮ নম্বরের প্রশ্নের সাজেশন

আজকের এই পোস্টে যেসব ৮ নম্বরের প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি মুখস্ত না করে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। কারণ প্রতিটি প্রশ্নই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক ইতিহাস MCQ ও 1 নম্বরের সাজেশন পিডিএফ

১) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
২) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
৩) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪) বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
৫) উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কি ছিল?
৬) নীল বিদ্রোহের কারণ কী ?এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।

---Advertisement---

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১৪ দফা নিয়ম জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ

৭) বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮) মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
৯) শিক্ষা বিস্তারে ‘প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক’ কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
১০) ১৯৩০ -এর দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুলি সম্পর্কে সংক্ষেপে লেখ।
১১) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো।

আরও পড়ুনঃ মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা ও প্রতিবেদন সাজেশন

আরও পড়ুন

মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন ২০২৬ । Madhyamik Bangla Suggestion 2026 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ | Madhyamik Physical Science Suggestion 2026 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 | Madhyamik Geography Suggestion 2026 মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 | Madhyamik Life Science Suggestion 2026