শিক্ষার খবর

আর মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না এই রাজ্যের পড়ুয়াদের! বড় সিদ্ধান্ত জানাল সরকার

Advertisement

এবার থেকে আর মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিতে হবে না অসম বোর্ডের পড়ুয়াদের। ২০২৪ সালের পর থেকে লাগু হতে চলেছে এই নিয়ম। সম্প্রতি এই বড় সিদ্ধান্ত জানিয়েছে সেই রাজ্যের সরকার। এক নামজাদা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন SEBA (সেকেন্ডারি এডুকেশনাল বোর্ড অফ আসাম) ও AHSEC (অসম হায়ার সেকেন্ডারি এডুকেশনাল কাউন্সিল) কে এক করে সিঙ্গল এডুকেশন বোর্ড তৈরি করা হচ্ছে।

সূত্রের খবর, এবার থেকে আসাম বোর্ডের পড়ুয়ারা দশম শ্রেণীর পরীক্ষা দিয়ে সরাসরি হায়ার সেকেন্ডারি লেভেল তথা একাদশ শ্রেণীতে চলে আসবেন। অতএব পরবর্তী ক্লাসের জন্য পড়াশোনা শুরু করতে পারবেন তাঁরা। তার বদলে কোনো ‘মাধ্যমিক’ পরীক্ষায় বসতে হবেনা তাঁদের। অসমের মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে দশম শ্রেণীর পরীক্ষাটি আর মাধ্যমিক পরীক্ষা হিসেবে পরিচিতি পাবে না। পরীক্ষা পরিচালনা হবে আভ্যন্তরীণভাবে। পরীক্ষার পরিচালনায় থাকবে স্কুল অথবা জেলা স্তরের অ্যাকাডেমিক কাউন্সিল।

আরও পড়ুনঃ স্কুল শিক্ষক শিক্ষিকাদের কড়া নির্দেশ রাজ্য সরকারের

অসম সরকার সূত্রে জানা গেছে, সেকেন্ডারি এডুকেশনাল বোর্ড অফ আসাম ও অসম হায়ার সেকেন্ডারি এডুকেশনাল কাউন্সিল কে মিলিয়ে দেওয়া হচ্ছে। সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির মধ্যে বিশেষ ফারাকও থাকছে না। দশম শ্রেণীর পরীক্ষাটিকে অন্যান্য ক্লাসের পরীক্ষার মতোই ধরা হবে। পরীক্ষার পাশ-ফেলের বিষয়টি থাকবে স্কুলের মধ্যেই। সূত্রের খবর, অনেকে বলছেন মাধ্যমিক নিয়ে পড়ুয়াদের মধ্যে যে ভীতি থাকে, তা কাটাতে এহেন সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার।

আর মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না এই রাজ্যের পড়ুয়াদের

Related Articles