পরীক্ষা প্রস্তুতি

প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট- ১৩: বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

Advertisement

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download

Primary TET Bangla Practice Set

১) কুন্ডরিক বলতে বোঝায়-
[A] শ্বেতবর্ণের জবা
[B] শ্বেতবর্ণের গাঁদা
[C] শ্বেতবর্ণের পদ্ম
[D] শালুক ফুল
উঃ [C] শ্বেতবর্ণের পদ্ম

২) ছেলেমানুষ -এর ব্যাসবাক্য কি হবে?
[A] ছেলেমানুষ যারা
[B] ছেলে যে মানুষ
[C] ছেলেদের মধ্যে মানুষ
[D] ছেলে রূপ মানুষ
উঃ [B] ছেলে যে মানুষ

৩) গুরুজনে ভক্তি কর। বাক্যটিতে ‘গুরুজন’ হল-
[A] কর্মকারক
[B] কর্তৃকারক
[C] করণ কারক
[D] নিমিত্ত কারক
উঃ [D] নিমিত্ত কারক

৪) নীচের কোনটি শুদ্ধ?
[A] বৃঃ + তি = বৃষ্টি
[B] নভস্ + তল = নভস্তল
[C] বৃন + হিত = বৃ়ংহিত
[D] হিনস্ + আ= হিংসা
উঃ [C] বৃন + হিত = বৃ়ংহিত

৫) ক্ থেকে ম্ পর্যন্ত ২৫ টি বর্ণ কে কি বলে?
[A] দন্ত্যবর্ণ
[B] স্পর্শ বর্ণ
[C] অষ্ঠ্যবর্ণ
[D] তালব্য বর্ণ
উঃ [B] স্পর্শ বর্ণ

৬) নিঃশ্বাস বায়ুর প্রয়োজনের ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে যে দুটি ভাগে ভাগ করা যায় তা হল-
[A] অঘোষ ও অল্পপ্রাণ
[B] ঘোষ ও মহাপ্রাণ
[C] অল্পপ্রাণ ও মহাপ্রাণ
[D] ঘোষ ও অল্পপ্রাণ
উঃ [C] অল্পপ্রাণ ও মহাপ্রাণ

৭) অভিশ্রুতি শব্দটির সাধারণ অর্থ হল-
[A] পূর্বে স্থাপন
[B] সামঞ্জস্য
[C] পরে স্থাপন
[D] মধ্যবর্ণ লোপ পাওয়া
উঃ [D] মধ্যবর্ণ লোপ পাওয়া

৮) বিসর্গ সন্ধিতে বিসর্গর সঙ্গে সন্ধি হয়-
[A] ঘোষ ও অঘোষ ধ্বনির
[B] মহাপ্রাণ ও অল্পপ্রাণ ধ্বনির
[C] স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির
[D] প্লুতস্বর ও যৌগিক স্বরের
উঃ [C] স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির

৯) কাগজপত্র হল-
[A] বিদেশি শব্দ
[B] তদ্ভব শব্দ
[C] মিশ্র শব্দ
[D] দেশি শব্দ
উঃ [C] মিশ্র শব্দ

১০) যে পদ অন্য পদকে বিশেষিত করে তাকে বলে-
[A] সর্বনাম
[B] বিশেষণ
[C] ক্রিয়া
[D] বিশেষ্য
উঃ [B] বিশেষণ

১১) ‘কলুর বলদ’ বাগধারাটির অর্থ হল-
[A] যে নীরবে শুধু খেটে চলে
[B] অলস ব্যক্তি
[C] পারিশ্রমিক নিয়ে কাজ করা
[D] অবস্থা অনুযায়ী চলা
উঃ [A] যে নীরবে শুধু খেটে চলে

১২) আস্তে হাঁটো। বাক্যটিতে ‘আস্তে’ হল-
[A] বিশেষ্য
[B] বিশেষণ
[C] সর্বনাম
[D] অব্যয়
উঃ [B] বিশেষণ

১৩) শ্মশানের বুকে রোপন করেছি পঞ্চবটি। এখানে ‘পঞ্চবটি’ হল-
[A] বহুব্রহী সমাস
[B] দ্বিগু সমাস
[C] উপমান কর্মধারয় সমাস
[D] সম্বন্ধ তৎপুরুষ সমাস
উঃ [B] দ্বিগু সমাস

Primary TET Bengali Practice Set
বাংলা প্র্যাকটিস সেট-১Click Here
বাংলা প্র্যাকটিস সেট-২Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৩Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৪Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৫Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৬Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৭Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৮Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৯Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১০Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১১Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১২Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৩Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৪Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৫Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৬Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৭Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৮Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৯Click Here
বাংলা প্র্যাকটিস সেট-২০Click Here

১৪) প্রণয় শব্দটির প্রতিশব্দটি হল-
[A] সৌহার্দ্য
[B] অবস্থিত
[C] অনুসারী
[D] অপসারী
উঃ [A] সৌহার্দ্য

১৫) তালব্য ধ্বনির উদাহরণ হল-
[A] ই, ঈ
[B] অ্য
[C] ল
[D] ম
উঃ [A] ই, ঈ

Primary TET Bangla Practice Set PDF Download

বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Bangla Practice Set: Download Now

Related Articles