চাকরির খবর

মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

Share

গোটা রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ব্লক অফিসে মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক পাশ হয়ে থাকলেই আবেদন করতে পারেন। ছেলে ও মেয়ে উভয়েই আবেদনযোগ‍্য। নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী- ১ ডেভলপমেন্ট ব্লক এলাকায়। আপনি যদি আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ প্রার্থী বাছাই পদ্ধতি।

পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (গ্রূপ-সি)
শূন্যপদঃ 1 টি।
বয়সঃ
01/09/2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর, SC/ ST/ PWD প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 5 বছর ছাড় পাবেন।

চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

বেতনঃ
শুরুতে প্রতি মাসে 11,000/- টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো শাখায় স্নাতক হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে (মুখবন্ধ খামের ওপর “APPLICATION FOR THE POST OF DEO (CMDMP)” অবশ্যই লিখে দিতে হবে) সংশ্লিষ্ট BDO অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে হবে যেকোন কার্যদিবসের সকাল 11 টা থেকে বিকেল 5 টার মধ্যে। আবেদন করতে পারবেন আগামী 22 থেকে 24 সেপ্টেম্বর বিকেল 5 টা পর্যন্ত।

বিকল্প কর্মসংস্থানঃ এই ব্যবসার আইডিয়া থেকে সফল হতে পারেন

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
To Block Development Officer, Purbasthali-I Development Block, Srirampur, Purba Bardhaman

প্রয়োজনীয় নথিপত্রগুলিঃ
১) বয়সের শংসাপত্র,
২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র,
৩) কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট,
৪) আধার/ ভোটার/ রেশন কার্ড
৫) 3 কপি পাসপোর্ট সাইজ ছবি (1 কপি অ্যাপ্লিকেশনের সঙ্গে ও 2 কপি আলাদাভাবে)

উপরোক্ত নথিপত্রের জেরক্স কপি সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

চাকরির খবরঃ রেল বিভাগের কলকাতা শাখায় নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে 50 নম্বরের লিখিত পরীক্ষা, পরে 35 নম্বরের কম্পিউটার টেস্ট এবং শেষে 15 নম্বর এর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

Important Links:
Official Notice: Download Now
Application form: Click Here
Official Website: Click Here

সর্ব শেষ প্রকাশিত

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

16 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

19 hours ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

20 hours ago

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। সকাল…

21 hours ago

রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট! রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট 2024: দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল সকাল ৯ টায় প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক…

1 day ago

মাধ্যমিকের ফলাফল নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! পরীক্ষার্থীরা এক্ষুনি জেনে নিন

বিরাট বড় আপডেট উঠে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল প্রকাশিত হতে…

2 days ago