রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে প্রকাশিত হলো রেলওয়ে গ্রুপ- ডি প্র্যাক্টিস সেট। রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেট টি তৈরী করা হয়েছে। মোট ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, যেখানে রয়েছে গণিত, রিজনিং, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও তার উত্তর।
Railway Group- D Practice Set in bengali PDF
পশ্চিমবঙ্গের রেলওয়ে গ্ৰুপ- ডি চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো।
RRB Group- D Selection Process 2025
Step- 1: কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)
Step- 2: ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
Step- 3: ডকুমেন্ট ভেরিফিকেশন
Step- 4: মেডিকেল টেস্ট
রেলওয়ে গ্রুপ- ডি প্র্যাকটিস সেট PDF (Set- 2)
1) গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন?
[A] কুশিনগর
[B] সারনাথ
[C] সাঁচি
[D] বোধগয়া
উঃ কুশিনগর
2) পবন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে ডানদিকে ঘুরে যায় এবং 2 মিটার হাঁটে। আবার, সে ডানদিকে ঘুরে যায় এবং 5 মিটার হাঁটে। তারপর 7 মিটার হাঁটার জন্য আবার ডানদিকে ঘুরে যায়। অবশেষে, সে ডানদিকে ঘুরে যায় এবং 5 মিটার হাঁটে। সে শুরুর বিন্দু থেকে কত দূরে আছে?
[A] 7 মিটার
[B] 2 মিটার
[C] 9 মিটার
[D] 5 মিটার
উঃ 5 মিটার
3) জলের নিচে শব্দ পরিমাপ করতে নীচের কোন উপকরণটি ব্যবহৃত হয়?
[A] হাইড্রোফোন
[B] হাইগ্রোস্কোপ
[C] হিপ্সোমিটার
[D] ম্যাকমিটার
উঃ হাইড্রোফোন
4) অ্যালডিহাইড, কীটোন, এস্টার,কার্বক্সিলিক অ্যাসিড ক্লোরাইড, কার্বক্সিলিক অ্যাসিড এবং এমনকি কার্বক্সিলেট লবণকে অ্যালকোহল থেকে বিজারণ করতে একটি শক্তিশালী বিজারক নীচের কোনটি?
[A] টাইটেনিয়াম হাইড্রাইড
[B] লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড
[C] ক্যালসিয়াম হাইড্রাইড
[D] বিসমাথ হাইড্রাইড
উঃ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড
5) কোন রাজবংশ 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে ভারত শাসন করেছিল?
[A] মৌর্য রাজবংশ
[B] হোয়সালা রাজবংশ
[C] মগধ রাজবংশ
[D] গুপ্ত রাজবংশ
উঃ গুপ্ত রাজবংশ
6) নিম্নলিখিত রাশিমালাটি সরলীকরণ করুন:
(15÷3) – [{(19-1)÷2} – {5 x 20 – (7 x 9 – (-2))}
[A] -21
[B] 35
[C] 31
[D] 21
উঃ 31
7) যখন একটি ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেনে পুড়ে যায়, তখন এটি কীসে রূপান্তরিত হয়?
[A] ম্যাগনেসিয়াম পারক্সাইড
[B] ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড
[C] ম্যাগনেসিয়াম কার্বনেট
[D] ম্যাগনেসিয়াম অক্সাইড
উঃ ম্যাগনেসিয়াম অক্সাইড
8) দুটি সংখ্যার ল.সা.গু. 252 এবং তাদের গ.সা.গু. 14; যদি একটি সংখ্যা 28 হয়, তাহলে অন্য সংখ্যাটি 28 এর চেয়ে কত শতাংশ বেশি?
[A] 350%
[B] 310%
[C] 340%
[D] 330%
উঃ 350%
9) একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে মোহন বলেন, “সে আমার মায়ের স্বামীর ভাই”। মোহনের সাথে ছেলেটির সম্পর্ক কেমন?
[A] শ্বশুর
[B] ভাইপো
[C] ছেলে
[D] কাকা
উঃ কাকা
10) নীচের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমে প্রশ্ন চিহ্ন (?) প্রতিস্থাপন করবে?
2880, 480, 96, ?, 8, 4
[A] 24
[B] 76
[C] 46
[D] 56
উঃ 24
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার সিলেবাস ২০২৫: কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে?
11) নিম্নলিখিত পল্লব রাজাদের মধ্যে কে কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন?
[A] প্রথম মহেন্দ্রবর্মণ
[B] প্রথম নরসিংহবর্মণ
[C] দ্বিতীয় নরসিংহবর্মণ
[D] প্রথম পরমেশ্বরবর্মণ
উঃ দ্বিতীয় নরসিংহবর্মণ
12) ভর ও বেগের গুণফল কী?
[A] ভরবেগ
[B] বল
[C] জাড্যতা
[D] ত্বরণ
উঃ ভরবেগ
13) নিচের সমীকরণে ‘?’ এর জায়গায় কী আসবে, যদি ‘+’ এবং ‘x’ পরস্পর পরিবর্তন হয় এবং এছাড়াও ‘-‘ এবং ‘÷’ পরস্পর পরিবর্তন হয়?
20÷ 5 × 10-5+ 2 = ?
[A] 4
[B] 19
[C] 12
[D] 2
উঃ 19
14) একটি গোলকের ব্যাসার্ধ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 4: 5। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের চেয়ে কত শতাংশ বেশি?
[A] 28%
[B] 27%
[C] 25%
[D] 26%
উঃ 28%
15) মাইটোসিসের কোন পর্যায়ে মাকুসদৃশ তন্তুগুলি গঠিত হয় এবং ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়?
[A] মেটাফেজ
[B] অ্যানাফেজ
[C] প্রোফেজ
[D] টেলোফেজ
উঃ মেটাফেজ
আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই, এই বইগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত
16) কোন শাসক ‘আধাই-দিন-কা-ঝোপরা’ নামে মসজিদটি নির্মাণ করেছিলেন?
[A] বলবন
[B] আব্রাহাম লোদি
[C] ইলতুৎমিশ
[D] কুতুব-উদ্দিন-আইবক
উঃ কুতুব-উদ্দিন-আইবক
17) পল্লব বংশের শেষ শাসক কে ছিলেন?
[A] প্রথম রাজারাজা
[B] নৃপতুঙ্গা বর্মণ
[C] তৃতীয় কর্কট
[D] অপরাজিত বর্মণ
উঃ অপরাজিত বর্মণ
18) নীচের পদার্থের কোন চৌম্বকীয় ধর্মটিকে সার্বজনীন ধর্ম বলা হয়?
[A] তিরশ্চৌম্বকত্ব
[B] পরাচৌম্বকত্ব
[C] অয়শ্চৌম্বকত্ব
[D] তড়িৎচৌম্বকত্ব
উঃ তিরশ্চৌম্বকত্ব
19) বুলেটপ্রুফ জ্যাকেট তৈরিতে ব্যবহৃত ‘ফাইবার’ এর নাম কী?
[A] নাইলন
[B] টেরিলিন
[C] টুইড
[D] কেভলার
উঃ কেভলার
Railway Group- D PYQ 2022 PDF | |
---|---|
PYQ Set- 1: | Download |
PYQ Set- 2: | Download |
PYQ Set- 3: | Download |
PYQ Set- 4: | Download |
PYQ Set 5: | Download |
PYQ Set 6: | Coming soon.. |
PYQ Set 7: | Coming soon.. |
PYQ Set 8: | Coming soon.. |
PYQ Set 9: | Coming soon.. |
20) একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী, ‘ENDED’ কে সংকেতবদ্ধ করা হয়েয়ছে ‘GRJMN’ হিসাবে। সেই সাংকেতিক ভাষা অনুযায়ী ‘PLAYS’ কে কীভাবে সংকেতবদ্ধ করা হবে?
[A] RPFFC
[B] RPGGC
[C] RPGGD
[D] RDGFC
উঃ RPGGC
Candidates can click on the link provided here to download Railway Group- D previous year question. To get daily job updates please visit our official website.