চাকরির খবর

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্টাফ নিয়োগ! দেখুন কিভাবে করবেন আবেদন

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. –

পদের নাম – Officer in Gr B (DR) – General, Officer in Gr B (DR) – DEPR, Officer in Gr B (DR) – DSIM
মোট শূন্যপদ – ২৯১ টি। (GEN/UR – ১৩২ টি, SC – ৩৪ টি, ST – ২৬ টি, OBC – ৬৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা – Economics/ Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics/ Applied Statistics & Informatics বিষয়ে মাস্টার্স ডিগ্রী প্রাপক প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারেবন।
মাসিক বেতন – ১,১৬,৯১৪ টাকা।
বয়সসীমা – আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ মাধ্যামিক পাশে এয়ার ইন্ডিয়াতে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in এ ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে নিজেদের রেজিস্ট্রেশান সম্পন্ন করে ওয়েবফর্মের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে হবে।

আবেদনের শেষ তারিখ – ৯ জুন, ২০২৩।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্টাফ নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles