পুজোর আগেই বেতন বাড়ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
রাজ্যের বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পূজোর আগেই সুখবর দিল রাজ্য সরকার। চলতি বছরের পুজোর আগেই বাড়তি বেতন ঢুকবে অ্যাকাউন্টে। বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়ে। বিভিন্ন জনমুখী প্রকল্পের অধীনে জেলাভিত্তিকভাবে চুক্তি অনুযায়ী অস্থায়ী কর্মী নিয়োগ করেছে রাজ্য সরকার। কন্যাশ্রী এবং রুপশ্রীর মতো প্রকল্পগুলির আওতায় এই সমস্ত কর্মীদের অধিকাংশ হারে নিয়োগ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা আদালত, বিডিও অফিস, জেলাশাসকের বিভিন্ন দপ্তর ইত্যাদি জায়গায় চুক্তির ভিত্তিতে বহু কর্মী বর্তমানে কর্মরত আছেন। পুজোর আগেই এই সমস্ত কর্মীদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার। এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়তে চলেছে এই সমস্ত অস্থায়ী কর্মীদের। বেতন বৃদ্ধির জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বেতন বাড়ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের।
সম্প্রতি রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের অধীনে কর্মরত অ্যাকাউন্টেন্ট, ডাটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট কাম ডেটা ম্যানেজার পদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। অপরদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মরত অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত প্রার্থীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মরত অ্যাকাউন্টেন্ট পদের বেতন বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা। পূর্বে যা ছিল ১৫ হাজার টাকা অর্থাৎ এককালীন বেতন বৃদ্ধি পেল ৬ হাজার টাকা। এছাড়া ডাটা ম্যানেজার পদের বেতন বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। পূর্বে যা ছিল ১১ হাজার টাকা। অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার পদের বেতন ১২ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত প্রার্থীর বেতন ১৫ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা।
চাকরির খবরঃ রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
রাজ্য সরকারের এই নির্দেশিকায় ইতিমধ্যেই মান্যতা দিয়েছেন রাজ্যপাল। রাজ্য সরকারের অর্থমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে চলতি বছরের পুজোর আগেই বাড়তি বেতন পেয়ে যাবেন এই সমস্ত পদে কর্মরত প্রার্থীরা। অনুমান করা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকেই বাড়তি বেতন জারি করবে রাজ্য সরকার। সেক্ষেত্রে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসের বেতন অক্টোবর মাসের শুরুতেই পেয়ে যাবেন কর্মীরা। অর্থ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী প্রতিবছর এই সমস্ত কর্মীদের অ্যানুয়াল এনহেন্সমেন্ট -এর মাধ্যমে বেতন বৃদ্ধি করা হবে। সেই হারেই এবার থেকে প্রতিমাসে বেতন পাবেন এই সমস্ত কর্মীরা। ২১ হাজার টাকা বেতনে যে সমস্ত প্রার্থীরা কাজে যোগদান করবেন তাদের এনহেন্সমেন্ট হবে ৮০০ টাকা। ১০ বছর কাজ করার পরে তাদের বেতন হবে ৩২ হাজার টাকা। সেক্ষেত্রে এনহেন্সমেন্ট হবে ১০০০ টাকা। ১৫ বছর কাজের পর এই কর্মীদের বেতন হবে ৪০ হাজার টাকা। সেক্ষেত্রে অ্যানুয়াল এনহেন্সমেন্ট হবে ১২০০ টাকা।