SET Exam 2023: পরীক্ষার দিন সুষ্ঠু পরিবহণ বজায় রাখতে তৎপর রাজ্যে! পরিবহন সচল রাখতে চিঠি দিল নবান্ন

SET Exam 2023

রবিবার ৮ই জানুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষা। ওই দিন পরীক্ষার্থীদের স্বার্থে বিশেষ তৎপরতা রাজ্যের। পরিবহণ ব্যবস্থা সঠিক রাখতে বাস ও ট্যাক্সি সংগঠনগুলিকে চিঠি দিল নবান্ন। চিঠি পাঠানো হয়েছে মোট আটটি সংগঠনকে। পরীক্ষার দিন যাতে পরিবহণ সচল থাকে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

রাজ্যে আয়োজিত এই ‘সেট’ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষাটির আয়োজন করে রাজ্য কলেজ সার্ভিস কমিশন। প্রতিবার প্রচুর সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এই পরীক্ষায়। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্টেন্ট জুনিয়র পদে নিয়োগ ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ধারক পরীক্ষা হিসেবে চিহ্নিত এই ‘সেট’।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

FB Join

আগামী ৮ই জানুয়ারির এই পরীক্ষাটি হবে ২৪ তম সেট পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। সম্প্রতি প্রকাশ পেয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড। পরীক্ষার দিন রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। অতএব নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌছতে হবে পরীক্ষার্থীদের।

সেইমতো পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছতে যাতে কোনোও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই দিকটি চিন্তা করেই পদক্ষেপ নিচ্ছে রাজ্য। বিভিন্ন বাস ও ট্যাক্সি সংগঠনগুলিকে চিঠি পাঠানো হলো নবান্নের তরফে। পরীক্ষার দিন যাতে পর্যাপ্ত ট্যাক্সি ও বাস থাকে সেই দিকটি নিশ্চিত করতে বলা হয়েছে সংগঠনগুলিকে। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে রাখা হচ্ছে পর্যাপ্ত ট্রেন। অতএব বোঝাই যাচ্ছে রবিবারের ‘সেট’ পরীক্ষা নিয়ে অত্যন্ত তৎপর রাজ্য প্রশাসন।