এক নজরে
পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পরিক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য দারুন একটি স্কলারশিপ। প্রতি বছর বহু পরীক্ষার্থী এই স্কলারশিপে আবেদনের জন্য অপেক্ষায় থাকেন। এই স্কলারশিপে আবেদন করলে প্রত্যেক মাসে ৫০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত পর্যন্ত পাওয়া যাবে। তাই এখনও পর্যন্ত যারা এই স্কলারশিপে আবেদন করেননি আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা নম্বর সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
Sitaram Jindal Scholarship 2022-2023
সীতারাম জিন্দাল স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা
১) ক্যাটগরি A- আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নাম্বার পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নাম্বার পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
২) ক্যাটাগরি B- আবেদনকারীকে সরকারী অথবা বেসরকারী ITI এ অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে
এবং মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
৩) ক্যাটাগরি C- আবেদনকারীকে গ্র্যাজুয়েট/ পোষ্ট গ্র্যাজুয়েট কোর্সে অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে । এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
৪) ক্যাটাগরি D– আবেদনকারীকে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে । এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
৫) ক্যাটগরি E- আবেদনকারীকে ইঞ্জিয়ারিং বা মেডিক্যাল কোর্সে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ ২০২২
সিতারাম জিন্ডল স্কলারশিপে টাকার পরিমাণ
১) ক্যাটগরি A- (Class 11& 12) প্রতি মাসে ৫০০/- টাকা। সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।
২) ক্যাটাগরি B- (ITI Student) প্রতি মাসে ৫০০/- টাকা (সরকারী ITI) ৭০০/- টাকা (বেসরকারী ITI)।
৩) ক্যাটাগরি C- (Graduate & Post Graduate) গ্র্যাজুয়েট কোর্সে প্রতি মাসে
১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) ৮০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র) ১০০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী) ১২০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে) পোষ্ট গ্র্যাজুয়েট কোর্স
১২০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) ১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র)
১২০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
১৫০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)
৪) ক্যাটাগরি D– ডিপ্লোমা কোর্সে প্রতি মাসে ১২০০/- টাকা (ছাত্রী)
১০০০/- টাকা (ছাত্র)
৫) ক্যাটগরি E- ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সে প্রতি মাসে ১৭০০/-টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী) ১৫০০/- টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র) ২০০০/- টাকা (মেডিক্যালের ছাত্রী) ১৮০০/- টাকা (মেডিক্যালের ছাত্র) ২৫০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্রী) ২৩০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্র)
Sitaram Jindal Scholarship 2022 Apply Online
যে সকল ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট কোর্স গুলিতে উপরের উল্লেখিত শতাংশ নিয়ে পাশ করেছেন তারা সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদনের জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru- 560073
SR Jindal Scholarship required Documents
আবেদনপত্র সাথে কি কি নথি সংযুক্ত করতে হবে-
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের কপি।
২) মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।
৩) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজের কালার ছবি।
৫) সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ)
৬) শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র।
Sitaram Jindal Scholarship 2022 Last Date
- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সীতারাম জিন্দাল স্কলারশিপের Last Date নেই। যেকোনো সময় এই স্কলারশিপের আবেদন করা যায়।
Sitaram Jindal Scholarship Form 2022
Application Form: Download
Official Website: Click Hare
Daily Job Update: Click Here