শিক্ষার খবর

স্কুল শিক্ষক শিক্ষিকাদের কড়া নির্দেশ! টিফিন পিরিয়ডেও নষ্ট করা যাবে না সময়

Advertisement

মেয়াদ বেড়েছে গরমের ছুটির। তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্য জুড়ে। ৫ জুন স্কুল খোলার কথা থাকলেও আরও দশ দিনের ছুটি বাড়িয়েছে রাজ্য সরকার। গরমে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আগামী ১৫ জুন স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতগুলো দিনের ছুটির ফলে পড়াশোনায় ঘাটতি হচ্ছে। তাই স্কুল খুললে আর আর কোনো খামতি মানবে না মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ছুটির পর স্কুল খুললে প্রয়োজন মতো ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। এমনকি টিফিন পিরিয়ডেও অযথা সময় নষ্ট করা যাবে না। সেই পিরিয়ডে টিফিনের খাওয়া ও পড়ুয়াদের স্বার্থে কোনো কাজ করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। তবে বাইরে বেরোনো যাবেনা। একমাত্র বিশেষ প্রয়োজনে প্রধান শিক্ষিকার অনুমতি নিয়ে বাইরে বেরোতে পারবেন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করলেন ঘুঘনি বিক্রেতার মেয়ে

প্রসঙ্গত, গরমের ছুটি বাড়তে থাকায় সিলেবাস কমপ্লিটের চিন্তায় রয়েছেন পড়ুয়ারা। স্কুল খুললে যে কটা দেন ক্লাস হবে তাতে অল্প সময়ে অতিরিক্ত ক্লাস নিলেও সিলেবাস কমপ্লিট করা একপ্রকার সমস্যার। তাই আর ছুটি নয়, বরং গরমের পরিস্থিতি মিটলেই স্কুলমুখী হতে চাইছে পড়ুয়ারা।

শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নির্দেশ

Related Articles