বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ইমেলের মাধ্যমে আবেদন করুন

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বৈদ্যুতিক দপ্তরে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে কত শূন্যপদ এবং আরো অন্যান্য তথ্য জানতে নীচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হরে স্টাইপেন্ড পাবেন। WBSETCL Recruitment Notification 2022.

পদের নাম- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)
শূন্যপদ- মোট ১৬ টি। (UR-৯, SC-৩, ST-১, OBC- ৩)
শিক্ষাগত যোগ্যতা- AICTE অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (৪ বছরের)
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স অন্ততপক্ষে ২২ হতে হবে।
স্টাইপেন্ড- প্রতি মাসে ৯০০০ টাকা।

পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ- মোট ৪৬ টি।(UR-২৮, SC-৮, ST-২, OBC- ৮)
শিক্ষাগত যোগ্যতা- ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স অন্ততপক্ষে ১৮ হতে হবে।
স্টাইপেন্ড- প্রতি মাসে ৮০০০ টাকা।

প্রশিক্ষণের সময়কাল- মোট ১ বছর। সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত। এছাড়াও দুপুরে লাঞ্চ ব্রেক ১.৩০ থেকে ২ টা পর্যন্ত।
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন অনলাইনে। আগ্রহী প্রার্থীদের প্রথমে ন্যাশনাল এপ্রেন্টিস ট্রেনিং স্কিম (NATS) -এর ওয়েবসাইট (https://portal.mhrdnats.gov.in) -এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিম্নলিখিত ফরমেটে নির্দিষ্ট ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। ইমেলের সাবজেক্টে লিখতে হবে ‘APPLICATION FOR ENGAGEMENT AS APPRENTICE_(NATS Registration No.’ আবেদনকারীকে NATS রেজিস্ট্রেশনে ব্যবহার করা ইমেল থেকেই মেইল পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ইমেল আইডি হলো- [email protected]

ইমেলে আবেদন পাঠানোর ফরমেট-

আরও পড়ুনঃ
খড়গপুর IIT -তে ক্লার্ক পদে নিয়োগ
ইন্ডিয়ান নেভিতে গ্রূপ-সি পদে চাকরি
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

আবেদন করার শেষ তারিখ- ১১ মার্চ, ২০২২।

Official Notice: Download Now
Registration link: Click Here 
Daily Job Update: Click Here